ETV Bharat / sitara

'থাপ্পড়'-এর ট্রেলারকে নিজেই রিপোর্ট করতে বললেন তাপসী

author img

By

Published : Feb 11, 2020, 11:24 PM IST

মুক্তি পেল 'থাপ্পড়'-এর দ্বিতীয় ট্রেলার । এই ট্রেলারকে রিপোর্ট করতে বললেন তাপসী পান্নু । কিন্তু, নিজের ছবির ট্রেলারকে কেন রিপোর্ট করতে বললেন অভিনেত্রী ?

Taapsee urges to report thappad trailer
Taapsee urges to report thappad trailer

মুম্বই : একটা মাত্র থাপ্পড়, সেটাই বদলে দিল তাপসী থুড়ি অমৃতার জীবন । কারণ সেই থাপ্পড় তার জীবনে কোনও অকিঞ্চিতকর বিষয় নয় । একটা মাত্র থাপ্পড় দুনিয়াটাকে যেন পরিষ্কার করে দিল অমৃতার সামনে । 'থাপ্পড়' ছবিতে এই অমৃতার চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু । মুক্তি পেল ছবির দ্বিতীয় ট্রেলার । তবে ট্রেলারটি রিপোর্ট করার আর্জি জানালেন তাপসী । কিন্তু কেন ?

কারণ, তাপসী সহ ছবির পুরো টিমের উদ্দেশ্য হল এই দুনিয়াকে পারিবারিক হিংসা মুক্ত করার । শুধু তাই নয়, ছবি নির্মাতারা চান যে, এই ধরনের ভায়োলেন্স বা নৃশংসতা মুছে যাক সোশাল মিডিয়ার পাতা থেকে । সেটা তখনই সম্ভব যখন এই ধরনের ভিডিয়োকে রিপোর্ট করা হবে এবং কর্তৃপক্ষকে বাধ্য করা হবে সেই ভিডিয়ো নিজেদের ওয়েব প্ল্যাটফর্ম থেকে মুছে দিতে ।

ট্রেলারে তাপসীকে থাপ্পড় মারার দৃশ্যটা দেখানোর পরেই দর্শকের উদ্দেশে কিছু কথা বলেন তাপসী, বলেন, "পুরো ট্রেলারটা দেখার অপেক্ষা করছেন ? আপনি হয়তো এই থাপ্পড়কে ভুলতে পারেন, এগিয়ে যেতে পারেন, আমি পারবো না । এই থাপ্পড় আমার জন্য ছোটো ব্যাপার নয় ।"

এরপর অভিনেত্রীর আর্জি,"আপনিও এই ধরনের অপমানকে ছোটো ব্যাপার ভাববেন না । এই ট্রেলারকে রিপোর্ট করার মাধ্যমে শুরু করুন । সবাই মিলে এই ট্রেলারকে পৃথিবীর সবথেকে রিপোর্টেড ট্রেলার বানান । প্রেমে যেমন থাপ্পড়ের কোনও জায়গা নেই, ঠিক তেমন ভাবেই ইন্টারনেটে এই ধরনের ভিডিয়োর কোনও জায়গা নেই ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অনুভব সিনহা পরিচালিত 'থাপ্পড়'-এর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দর্শক । তবে ফল কি পাওয়া যাবে ? উত্তর দেবে সময় ।

মুম্বই : একটা মাত্র থাপ্পড়, সেটাই বদলে দিল তাপসী থুড়ি অমৃতার জীবন । কারণ সেই থাপ্পড় তার জীবনে কোনও অকিঞ্চিতকর বিষয় নয় । একটা মাত্র থাপ্পড় দুনিয়াটাকে যেন পরিষ্কার করে দিল অমৃতার সামনে । 'থাপ্পড়' ছবিতে এই অমৃতার চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু । মুক্তি পেল ছবির দ্বিতীয় ট্রেলার । তবে ট্রেলারটি রিপোর্ট করার আর্জি জানালেন তাপসী । কিন্তু কেন ?

কারণ, তাপসী সহ ছবির পুরো টিমের উদ্দেশ্য হল এই দুনিয়াকে পারিবারিক হিংসা মুক্ত করার । শুধু তাই নয়, ছবি নির্মাতারা চান যে, এই ধরনের ভায়োলেন্স বা নৃশংসতা মুছে যাক সোশাল মিডিয়ার পাতা থেকে । সেটা তখনই সম্ভব যখন এই ধরনের ভিডিয়োকে রিপোর্ট করা হবে এবং কর্তৃপক্ষকে বাধ্য করা হবে সেই ভিডিয়ো নিজেদের ওয়েব প্ল্যাটফর্ম থেকে মুছে দিতে ।

ট্রেলারে তাপসীকে থাপ্পড় মারার দৃশ্যটা দেখানোর পরেই দর্শকের উদ্দেশে কিছু কথা বলেন তাপসী, বলেন, "পুরো ট্রেলারটা দেখার অপেক্ষা করছেন ? আপনি হয়তো এই থাপ্পড়কে ভুলতে পারেন, এগিয়ে যেতে পারেন, আমি পারবো না । এই থাপ্পড় আমার জন্য ছোটো ব্যাপার নয় ।"

এরপর অভিনেত্রীর আর্জি,"আপনিও এই ধরনের অপমানকে ছোটো ব্যাপার ভাববেন না । এই ট্রেলারকে রিপোর্ট করার মাধ্যমে শুরু করুন । সবাই মিলে এই ট্রেলারকে পৃথিবীর সবথেকে রিপোর্টেড ট্রেলার বানান । প্রেমে যেমন থাপ্পড়ের কোনও জায়গা নেই, ঠিক তেমন ভাবেই ইন্টারনেটে এই ধরনের ভিডিয়োর কোনও জায়গা নেই ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অনুভব সিনহা পরিচালিত 'থাপ্পড়'-এর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দর্শক । তবে ফল কি পাওয়া যাবে ? উত্তর দেবে সময় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.