ETV Bharat / sitara

একের পর এক 'কভার ড্রাইভ' মারতে তৈরি হচ্ছেন তাপসী ! - তাপসী পান্নু

আসছে মিতালি রাজের বায়োপিক । ছবির নাম 'শাবাস মিথু' । মুখ্য চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু ।

gf
hd
author img

By

Published : Dec 3, 2019, 1:52 PM IST

মুম্বই : ক্রিকেট খেলা শুরু করলেন তাপসী পান্নু । কভার ড্রাইভ মারার জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি । আসলে এবার ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । তার জন্যই নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী । ছবির নাম 'শাবাস মিথু' ।

আজ মিতালি রাজের জন্মদিন । 37-এ পা দিলেন ডানহাতি এই ব্যাটসম্যান । ভারতের হয়ে T-২০-তে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে তাঁর । তিনটি T-২০ বিশ্বকাপ সহ মোট 32টি T-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন । ফ্যানদের কাছে 'ভারতীয় মহিলা ক্রিকেটের লেডি টেন্ডুলকর' বলেও পরিচিত তিনি । এবার তাঁর বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া । জন্মদিনেই একথা ঘোষণা করা হয়েছে ।

এই বিশেষ দিনে মিতালির সঙ্গে দেখা করেন তাপসী । কেকও কাটেন মিতালি । এরপর নিজের টুইটার হ্যান্ডেলে মিতালির জন্মদিনের বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি । ছবির ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখেন, "তোমার জন্য আমরা যথেষ্ট গর্বিত । অনস্ক্রিনে তোমার চরিত্র ফুটিয়ে তুলব ভেবে আমি খুবই আনন্দিত । জন্মদিনে তোমাকে কোন উপহার দেব আমি জানি না । কিন্তু, প্রতিজ্ঞা করছি যে তোমার চরিত্র ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করব । যা দেখে তুমি গর্ববোধ করবে ।" এমনকী, এই চরত্রটির জন্য কভার ড্রাইভ মারাও শিখছেন বলেও টুইটারে জানিয়েছেন তিনি ।

  • Happy Birthday Captain @M_Raj03 On this Birthday, I don’t know what gift I can give you but this promise that I shall give it all I have to make sure you will be proud of what you see of yourself on screen with #ShabaashMithu
    P.S- I’m all prepared to learn THE ‘cover drive’ pic.twitter.com/a8Ha6BMoFs

    — taapsee pannu (@taapsee) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাপসীর 'ষান্ড কি আঁখ' ছবিটি । সেখানে ভূমি পেদনেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । এছাড়াও 2019-এ 'বদলা', 'গেম ওভার', 'মিশন মঙ্গল'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন । তবে মিতালি রাজের বায়োপিক ছাড়াও অনুভব সিনহার 'থাপ্পড়' ছবিতেও দেখা যাবে তাপসীকে ।

মুম্বই : ক্রিকেট খেলা শুরু করলেন তাপসী পান্নু । কভার ড্রাইভ মারার জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি । আসলে এবার ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । তার জন্যই নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী । ছবির নাম 'শাবাস মিথু' ।

আজ মিতালি রাজের জন্মদিন । 37-এ পা দিলেন ডানহাতি এই ব্যাটসম্যান । ভারতের হয়ে T-২০-তে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে তাঁর । তিনটি T-২০ বিশ্বকাপ সহ মোট 32টি T-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন । ফ্যানদের কাছে 'ভারতীয় মহিলা ক্রিকেটের লেডি টেন্ডুলকর' বলেও পরিচিত তিনি । এবার তাঁর বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া । জন্মদিনেই একথা ঘোষণা করা হয়েছে ।

এই বিশেষ দিনে মিতালির সঙ্গে দেখা করেন তাপসী । কেকও কাটেন মিতালি । এরপর নিজের টুইটার হ্যান্ডেলে মিতালির জন্মদিনের বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি । ছবির ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখেন, "তোমার জন্য আমরা যথেষ্ট গর্বিত । অনস্ক্রিনে তোমার চরিত্র ফুটিয়ে তুলব ভেবে আমি খুবই আনন্দিত । জন্মদিনে তোমাকে কোন উপহার দেব আমি জানি না । কিন্তু, প্রতিজ্ঞা করছি যে তোমার চরিত্র ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করব । যা দেখে তুমি গর্ববোধ করবে ।" এমনকী, এই চরত্রটির জন্য কভার ড্রাইভ মারাও শিখছেন বলেও টুইটারে জানিয়েছেন তিনি ।

  • Happy Birthday Captain @M_Raj03 On this Birthday, I don’t know what gift I can give you but this promise that I shall give it all I have to make sure you will be proud of what you see of yourself on screen with #ShabaashMithu
    P.S- I’m all prepared to learn THE ‘cover drive’ pic.twitter.com/a8Ha6BMoFs

    — taapsee pannu (@taapsee) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাপসীর 'ষান্ড কি আঁখ' ছবিটি । সেখানে ভূমি পেদনেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । এছাড়াও 2019-এ 'বদলা', 'গেম ওভার', 'মিশন মঙ্গল'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন । তবে মিতালি রাজের বায়োপিক ছাড়াও অনুভব সিনহার 'থাপ্পড়' ছবিতেও দেখা যাবে তাপসীকে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.