ETV Bharat / sitara

রকেটের গতিতে দৌড়াতে প্রস্তুত তাপসী, শুরু শুটিং - Rashmi Rocket goes on floors

'রেশমি রকেট'-এর শুটিং শুরু করলেন তাপসী পান্নু । এই ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে ।

szd
sd
author img

By

Published : Nov 4, 2020, 11:11 AM IST

মুম্বই : আপকামিং ছবি 'রেশমি রকেট'-এর শুটিং শুরু করলেন তাপসী পান্নু । গুজরাতের কচ্ছের ব্যাকড্রপে ছবিটি তৈরি করা হচ্ছে বলে নির্মাতাদের তরফে জানানো হয়েছে ।

ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা । এই ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । পরিচালনা করছেন আকর্ষ খুরানা ।

আরএসভিপি প্রযোজনা সংস্থার তরফে সম্প্রতি একটি টুইট করে ছবির শুটিং শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে । টুইটারে তারা জানায়, "শীঘ্রই ট্র্যাকে একটামাত্র নাম শুনতে পাব আমরা ! রেশমি রকেটের শুটিং শুরু হচ্ছে ।"

zsdczxc
তাপসীর পোস্ট

এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের শুরুর দিকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে তা সম্ভব হয়নি । অবশেষে নভেম্বরে শুরু হল শুটিং ।

এই ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে । তাপসীর অনস্ক্রিন স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে । 'মির্জাপুর'-এর দ্বিতীয় সিজ়নের একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে ।

সব ঠিক থাকলে আগামী বছর হলে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : আপকামিং ছবি 'রেশমি রকেট'-এর শুটিং শুরু করলেন তাপসী পান্নু । গুজরাতের কচ্ছের ব্যাকড্রপে ছবিটি তৈরি করা হচ্ছে বলে নির্মাতাদের তরফে জানানো হয়েছে ।

ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা । এই ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । পরিচালনা করছেন আকর্ষ খুরানা ।

আরএসভিপি প্রযোজনা সংস্থার তরফে সম্প্রতি একটি টুইট করে ছবির শুটিং শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে । টুইটারে তারা জানায়, "শীঘ্রই ট্র্যাকে একটামাত্র নাম শুনতে পাব আমরা ! রেশমি রকেটের শুটিং শুরু হচ্ছে ।"

zsdczxc
তাপসীর পোস্ট

এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের শুরুর দিকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে তা সম্ভব হয়নি । অবশেষে নভেম্বরে শুরু হল শুটিং ।

এই ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে । তাপসীর অনস্ক্রিন স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে । 'মির্জাপুর'-এর দ্বিতীয় সিজ়নের একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে ।

সব ঠিক থাকলে আগামী বছর হলে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.