ETV Bharat / sitara

ম্যালে তাপসী পান্নু, শুটিং দেখতে ভিড় পর্যটকদের - taapsee pannu in darjeeling

একটি তামিল ছবির শুটিং করতে শৈলশহর দার্জিলিংয়ে তাপসী পান্নু । আর এই শুটিং দেখতে দার্জিলিংয়ের ম্যালে ভিড় জমান পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ।

িু
author img

By

Published : Nov 11, 2019, 11:35 PM IST

শিলিগুড়ি : শুটিং করতে শৈলশহর দার্জিলিংয়ে তাপসী পান্নু । ছবির নাম 'জন গণ মন'। এটি একটি তামিল ছবি । আর এই শুটিং দেখতে দার্জিলিংয়ের ম্যালে ভিড় জমান পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ।

আজ দার্জিলিংয়ের চৌরাস্তায় শুটিং হয় । তবে শুধু চৌরাস্তাই নয়, তাকদা, ত্রিবেনী সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চলছে শুটিং । চলবে 40 থেকে 45 দিন । সিকিমে শুটিং করার কথা থাকলেও এখন তার পরিবর্তে দার্জিলিংয়েই করা হচ্ছে । তাপসী ছাড়াও রয়েছেন তামিল অভিনেতা জায়াম রবি । পরিচালনায় আহমেদ ।

darjeeling
পর্যটকদের ভিড়

2017 সালে পৃথক রাজ্যের দাবিতে পাহাড়ে মোর্চার বনধ ও আন্দোলনের জেরে দার্জিলিংয়ে সিনেমার শুটিং করা নিয়ে বিমুখ ছিলেন অনেক পরিচালক । কিন্তু, এখন আর দার্জিলিংয়ের থেকে মুখ ফিরিয়ে নেই তাঁরা । কিছুদিন আগেই দেব, পায়েল সরকার, পাওলি দাম, সোহিনী ও লিলি চক্রবর্তীরা 'সাঁঝবাতি' ছবির শুটিং করেছেন সেখানে । আর এখন চলছে তামিল সিনেমার শুটিং ।

শুধু টলিউড বা বলিউডের ছবিই নয় । বাংলা সহ বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালের শুটিংও হয় সেখানে । আর তার জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের একাধিক এলাকায় শুটিং স্পট খোঁজার কাজও চলছে ।

দেখুন ভিডিয়ো

শিলিগুড়ি : শুটিং করতে শৈলশহর দার্জিলিংয়ে তাপসী পান্নু । ছবির নাম 'জন গণ মন'। এটি একটি তামিল ছবি । আর এই শুটিং দেখতে দার্জিলিংয়ের ম্যালে ভিড় জমান পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ।

আজ দার্জিলিংয়ের চৌরাস্তায় শুটিং হয় । তবে শুধু চৌরাস্তাই নয়, তাকদা, ত্রিবেনী সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চলছে শুটিং । চলবে 40 থেকে 45 দিন । সিকিমে শুটিং করার কথা থাকলেও এখন তার পরিবর্তে দার্জিলিংয়েই করা হচ্ছে । তাপসী ছাড়াও রয়েছেন তামিল অভিনেতা জায়াম রবি । পরিচালনায় আহমেদ ।

darjeeling
পর্যটকদের ভিড়

2017 সালে পৃথক রাজ্যের দাবিতে পাহাড়ে মোর্চার বনধ ও আন্দোলনের জেরে দার্জিলিংয়ে সিনেমার শুটিং করা নিয়ে বিমুখ ছিলেন অনেক পরিচালক । কিন্তু, এখন আর দার্জিলিংয়ের থেকে মুখ ফিরিয়ে নেই তাঁরা । কিছুদিন আগেই দেব, পায়েল সরকার, পাওলি দাম, সোহিনী ও লিলি চক্রবর্তীরা 'সাঁঝবাতি' ছবির শুটিং করেছেন সেখানে । আর এখন চলছে তামিল সিনেমার শুটিং ।

শুধু টলিউড বা বলিউডের ছবিই নয় । বাংলা সহ বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালের শুটিংও হয় সেখানে । আর তার জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের একাধিক এলাকায় শুটিং স্পট খোঁজার কাজও চলছে ।

দেখুন ভিডিয়ো
Intro:দার্জিলিংয়ের ম্যালে তাপসী পান্নু ও জায়াম রবির অভিনীত 'জনগন মন' সিনেমার শুটিংয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়



দার্জিলিং, 11 নভেম্বর : বাংলার পরে এবার তামিল সিনেমার শুটিং শৈলশহর দার্জিলিংয়ে। জনপ্ৰিয় তামিল সিনেমার 'গেম ওভার' এর নায়িকা তাপসী পান্নুর অভিনীত এই সিনেমার নাম 'জন গণ মন'। নায়ক তামিল তারকা অভি নেতা জায়াম রবি। পরিচাকক আই আহ মেদ। তারকা খচিত এই দক্ষিণী সিনেমার শুটিং দেখতে সোমবার দার্জিলিংয়ের ম্যালে পর্যটক থেকে স্থানীয়দের ভিড় উপচে পড়ে।


Body:এই সিনেমার শুটিংয়ের লাইন প্রোডিউসার বাবলু ব্যানার্জি বলেন, দার্জিলিংয়ের চৌরাস্তায় সোমবার শুটিং হয়। তবে শুধু চৌরাস্তা নয় , তাকদা, ত্রিবেনী সহ বিভিন্ন পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং চলছে। তাকদা দিয়ে দার্জিলিং পাহাড়ে শুটিং য়ের শুরু। চলবে 40 থেকে 45 দিন। সিকিমে শুটিং করার কথা থাকলেও এখন তা কাটছাঁট করে দার্জিলিংয়েই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2017 সালে পৃথক রাজ্যের দাবিতে পাহাড়ে মোর্চার বনধ-আন্দোলনের জেরে দার্জিলিং পাহাড়ে সিনেমার শুটিং করা নিয়ে বিমুখ ছিলেন ফিল্মি দুনিয়ার কলা-কুশিলবরা। কিন্তু এখন আর পিছনে ফেরা নয়। কদিন আগেই দেব, পায়েল সরকার, পাউলি দাম, সোহিনী ও লিলি চক্রবর্তীদের অভিনীত বাংলা সিনেমা সাঁঝবাতির শুটিং হয়েছে। এখন চলছে তামিল সিনেমার শুটিং। ফলে এখন চলচিত্রের পর্যটনে ও নজর কাড়ছে শৈলরানি।


Conclusion:শুধু টলিউড, বলিউডই নয়। বাংলা সহ বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালের শ্যুটিংয়ের পছন্দসই জায়গাও এখন দার্জিলিং পাহাড়। শুটিং য়ের জন্য দার্জিলিং ও কালিমপঙয়ের পাহাড়ি এলাকার নয়া নয়া জায়গার সন্ধানও চলছে জোর কদমে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.