শিলিগুড়ি : শুটিং করতে শৈলশহর দার্জিলিংয়ে তাপসী পান্নু । ছবির নাম 'জন গণ মন'। এটি একটি তামিল ছবি । আর এই শুটিং দেখতে দার্জিলিংয়ের ম্যালে ভিড় জমান পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ।
আজ দার্জিলিংয়ের চৌরাস্তায় শুটিং হয় । তবে শুধু চৌরাস্তাই নয়, তাকদা, ত্রিবেনী সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চলছে শুটিং । চলবে 40 থেকে 45 দিন । সিকিমে শুটিং করার কথা থাকলেও এখন তার পরিবর্তে দার্জিলিংয়েই করা হচ্ছে । তাপসী ছাড়াও রয়েছেন তামিল অভিনেতা জায়াম রবি । পরিচালনায় আহমেদ ।
![darjeeling](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-darj-02-tamilcinemashootimg-copy-7205425_11112019192409_1111f_02405_647.jpg)
2017 সালে পৃথক রাজ্যের দাবিতে পাহাড়ে মোর্চার বনধ ও আন্দোলনের জেরে দার্জিলিংয়ে সিনেমার শুটিং করা নিয়ে বিমুখ ছিলেন অনেক পরিচালক । কিন্তু, এখন আর দার্জিলিংয়ের থেকে মুখ ফিরিয়ে নেই তাঁরা । কিছুদিন আগেই দেব, পায়েল সরকার, পাওলি দাম, সোহিনী ও লিলি চক্রবর্তীরা 'সাঁঝবাতি' ছবির শুটিং করেছেন সেখানে । আর এখন চলছে তামিল সিনেমার শুটিং ।
শুধু টলিউড বা বলিউডের ছবিই নয় । বাংলা সহ বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালের শুটিংও হয় সেখানে । আর তার জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের একাধিক এলাকায় শুটিং স্পট খোঁজার কাজও চলছে ।