মুম্বই : সরাসরি আক্রমণ না করেই তাপসী পান্নু একহাত নিলেন বলিউডে নেপোটিজ়মের বিরুদ্ধে । কোনও রেস নিরপেক্ষ কিনা সেটা কখন বোঝা যায় ? প্রশ্ন তুললেন তাপসী ।
তাপসীর টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে লেখা, "একটা রেস নিরপেক্ষ, একটা রেজ়াল্ট উপযুক্ত...সেটা তখনই বোঝা যায় যখন সমস্ত খেলোয়াড় একটাই স্টার্টিং পয়েন্ট থেকে খেলা শুরু করেন ।"
আর তা যদি না হয়, তাহলে "তুলনা বা আক্রমণগুলো খেলার সম্মানটাকেই নষ্ট করে দেয়", লিখেছেন তাপসী ।
তাঁর এই পোস্ট দেখে অনেকেরই আন্দাজ, "তাপসী আসলে নেপোটিজ়ম নিয়েই কথা বলছেন ।"
কেউ আবার লিখেছেন, "শুধু স্টার্টিং পয়েন্টটাই এক হলে চলবে না, খেলার নিয়মকানুন এবং বিচারপদ্ধতিও এক হওয়ার প্রয়োজন ।"
দেখে নিন তাপসীর এই পোস্ট...
-
A race is fair, the result is valid, only if the starting point was the same for every player. If not, the comparison and the ensuing onslaught will take away the dignity of the sport eventually. #JustAThought #AppliesToLife
— taapsee pannu (@taapsee) July 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A race is fair, the result is valid, only if the starting point was the same for every player. If not, the comparison and the ensuing onslaught will take away the dignity of the sport eventually. #JustAThought #AppliesToLife
— taapsee pannu (@taapsee) July 17, 2020A race is fair, the result is valid, only if the starting point was the same for every player. If not, the comparison and the ensuing onslaught will take away the dignity of the sport eventually. #JustAThought #AppliesToLife
— taapsee pannu (@taapsee) July 17, 2020