মুম্বই : 'রশমি রকেট'-এর জন্য তাপসী নিজের ভোল বদলে ফেলেছেন । তাঁর ডায়েট, তাঁর ওয়ার্কআউট, প্রতিদিনের রুটিন সবকিছুই নিয়ন্ত্রণ করা হচ্ছে কড়া নজরে । তবে মাঝেমধ্যে ঠিক ফাঁকফোকর খুঁজে নিচ্ছেন তাপসী ।
প্রতিদিন প্রোটিন বার খেয়ে খেয়ে ক্লান্ত তাপসী পেলেন লাড্ডুর স্বাদ । পাঞ্জাবি পরিবার থেকে উঠে আসা অভিনেত্রী ডায়েটের প্রয়োজনে ছেড়েছেন দুধ জাতীয় প্রোডাক্ট, কার্বোহাইড্রেটও ছুঁয়ে দেখেন না । তবে লাড্ডু কি অত সহজে ছাড়া যায় ?
নারকেল, বেসন, বাদাম, ঘি সহযোগে তৈরি সুস্বাদু লাড্ডু পড়ল তাপসীর মুখে । প্রোটিন বারের স্বাদে কি আর এই সুখ আছে ? তাই লাড্ডুর স্বাদ পেয়ে খুব খুশি অভিনেত্রী । স্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি এই লাড্ডু কিছুটা হলেও তাপসীর 'সুইট টুথ ক্রেভিং'-কে সামাল দিল ।
'রশমি রকেট'-এর শেষ শিডিউলের শুটিং চলছে এখন । খুব তাড়াতাড়ি ব়্যাপ আপ হবে এই প্রোজেক্ট, আরও একটা চরিত্র বিদায় নেবে তাপসীর জীবন থেকে । তবে অভিনেতাদের জীবন তো এমনই, একদিন একটা চরিত্র তো অন্য়দিন আর একটা ।