ETV Bharat / sitara

"ছবির কৃতিত্ব দেওয়া হয় অভিনেতাদের" - লিঙ্গ বৈষম্য নিয়ে তাপসী

এবার লিঙ্গ ও পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু । বলেন, "যখন হিরোর পারিশ্রমিকের তুলনায় মাত্র 5 শতাংশ পরিশ্রমিক আমাকে দেওয়া হয় তখন বিষয়টা খুবই খারাপ লাগে ।"

df
author img

By

Published : Nov 24, 2019, 3:03 PM IST

মুম্বই : লিঙ্গ ও পারিশ্রমিক নিয়ে ভেদাভেদ বলিউডের বহুদিনের একটি চর্চিত বিষয় । বার বার বিভিন্ন অভিনেত্রীর মুখে শোনা গেছে এই কথা । আর এবার এই একই কথা শোনা গেল তাপসী পান্নুর গলাতেও ।

সম্প্রতি নেহা ধুপিয়ার শোতে গিয়েছিলেন তাপসী । সেখানেই পারিশ্রমিক নিয়ে তাঁকে একটি প্রশ্ন করা হয় । তার উত্তরে তিনি বলেন, "যখন হিরোর পারিশ্রমিকের তুলনায় মাত্র 5 শতাংশ পরিশ্রমিক আমাকে দেওয়া হয় তখন বিষয়টা খুবই খারাপ লাগে ।" তবে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় । প্রায় সব ইন্ডাস্ট্রিতে এই একই সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি । তাঁরা ওই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তাই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন ।

'বদলা' ছবিতে অভিনয় করেছিলেন তাপসী । অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । ছবি প্রসঙ্গে তিনি বলেন, "'বদলা'-র মতো ছবি করার সময় অমিতাভ বচ্চনের থেকে বেশি দিন শুটিং করতে হয়েছিল আমায় । কারণ আমার দৃশ্য অনেক বেশি ছিল । তিনি ছবির হিরো ছিলেন । আর আমি বিপরীত চরিত্রে অভিনয় করেছিলাম । ওই ছবিতে বিপরীত চরিত্রের প্রসঙ্গ ছিল অনেকটা বেশি । কিন্তু, ছবি মুক্তি পাওয়ার পর বলা হল সেটি অমিতাভ বচ্চনের ছবি । এরপর আমি গলা চড়ালাম, বললাম ছবিতে আমিও অভিনয় করেছি সমানভাবে । তখন মানুষ আমার নাম নেওয়া শুরু করল । আসলে পুরুষ তান্ত্রিক ইন্ডাস্ট্রিতে মেয়েরা যত বেশি কাজ করুক না কেন ছবির কৃতিত্ব দেওয়া হয় অভিনেতাদের । অমিতাভ বচ্চনের থেকে ছবিতে অনেক বেশি দৃশ্যে আমাকে দেখা গেছে, বেশিদিন ধরে আমি শুটিং করেছি । তাও বলা হল অমিতাভ বচ্চনের ছবি । আর পুরো ক্রেডিট সেদিকেই চলে গেল ।"

তবে এই বিষয়গুলো তাঁকে কষ্ট দিলেও কখনও সহ অভিনেতার সমান পারিশ্রমিকের দাবি করবেন না বলে জানিয়েছেন তাপসী পান্নু । তার থেকে তিনি অপেক্ষা করতে বেশি আগ্রহী । যখন বক্স অফিসের সাফল্য দেখে ছবি নির্মাতারা নিজেরাই তাঁকে সমান টাকা দিতে ইচ্ছুক হবেন , সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন তিনি ।

আরও পড়ুন : সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই : করিনা

এর আগে লিঙ্গ ও পারিশ্রমিকের ভেদাভেদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন করিনা কাপুর খান । একটি সাক্ষাৎকারে সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি ।

মুম্বই : লিঙ্গ ও পারিশ্রমিক নিয়ে ভেদাভেদ বলিউডের বহুদিনের একটি চর্চিত বিষয় । বার বার বিভিন্ন অভিনেত্রীর মুখে শোনা গেছে এই কথা । আর এবার এই একই কথা শোনা গেল তাপসী পান্নুর গলাতেও ।

সম্প্রতি নেহা ধুপিয়ার শোতে গিয়েছিলেন তাপসী । সেখানেই পারিশ্রমিক নিয়ে তাঁকে একটি প্রশ্ন করা হয় । তার উত্তরে তিনি বলেন, "যখন হিরোর পারিশ্রমিকের তুলনায় মাত্র 5 শতাংশ পরিশ্রমিক আমাকে দেওয়া হয় তখন বিষয়টা খুবই খারাপ লাগে ।" তবে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় । প্রায় সব ইন্ডাস্ট্রিতে এই একই সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি । তাঁরা ওই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তাই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন ।

'বদলা' ছবিতে অভিনয় করেছিলেন তাপসী । অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । ছবি প্রসঙ্গে তিনি বলেন, "'বদলা'-র মতো ছবি করার সময় অমিতাভ বচ্চনের থেকে বেশি দিন শুটিং করতে হয়েছিল আমায় । কারণ আমার দৃশ্য অনেক বেশি ছিল । তিনি ছবির হিরো ছিলেন । আর আমি বিপরীত চরিত্রে অভিনয় করেছিলাম । ওই ছবিতে বিপরীত চরিত্রের প্রসঙ্গ ছিল অনেকটা বেশি । কিন্তু, ছবি মুক্তি পাওয়ার পর বলা হল সেটি অমিতাভ বচ্চনের ছবি । এরপর আমি গলা চড়ালাম, বললাম ছবিতে আমিও অভিনয় করেছি সমানভাবে । তখন মানুষ আমার নাম নেওয়া শুরু করল । আসলে পুরুষ তান্ত্রিক ইন্ডাস্ট্রিতে মেয়েরা যত বেশি কাজ করুক না কেন ছবির কৃতিত্ব দেওয়া হয় অভিনেতাদের । অমিতাভ বচ্চনের থেকে ছবিতে অনেক বেশি দৃশ্যে আমাকে দেখা গেছে, বেশিদিন ধরে আমি শুটিং করেছি । তাও বলা হল অমিতাভ বচ্চনের ছবি । আর পুরো ক্রেডিট সেদিকেই চলে গেল ।"

তবে এই বিষয়গুলো তাঁকে কষ্ট দিলেও কখনও সহ অভিনেতার সমান পারিশ্রমিকের দাবি করবেন না বলে জানিয়েছেন তাপসী পান্নু । তার থেকে তিনি অপেক্ষা করতে বেশি আগ্রহী । যখন বক্স অফিসের সাফল্য দেখে ছবি নির্মাতারা নিজেরাই তাঁকে সমান টাকা দিতে ইচ্ছুক হবেন , সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন তিনি ।

আরও পড়ুন : সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই : করিনা

এর আগে লিঙ্গ ও পারিশ্রমিকের ভেদাভেদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন করিনা কাপুর খান । একটি সাক্ষাৎকারে সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.