মুম্বই : ভারতের প্রথম মহিলা শুটার চন্দ্র তোমার ও প্রকাশী তোমারের জীবন নিয়ে তৈরি 'ষাঁণ্ড কি আঁখ'। তাঁরা তাঁদের এই প্রতিভার কথা জানতেই পারেন 60 বছর বয়সে। তাই স্বাভাবিক ভাবেই ছবির বেশিরভাগ অংশ জুড়ে তাঁদের প্রৌঢ় বয়সী জীবন ফুটিয়ে তোলা হয়েছে।
তাপসী পান্নু ও ভূমি পেদনেকর দু'জনেই সেই বয়সের জন্য অনুপযুক্ত বলে মনে করেছিলেন অনেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক সেলেব্রিটি অবধি প্রতিবাদ জানিয়েছিলেন সোশাল মিডিয়ায়। কিন্তু তাঁদের যোগ্য জবাব দিলেন অভিনেত্রীদ্বয়। যারাই এই ছবি দেখেছেন, প্রশংসা না করে থাকেননি। তাই মুক্তির পরেও 50 দিন ধরে প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।
এই প্রসঙ্গে তাপসী বললেন, "এবার দয়া করে এইসব প্রশ্নগুলো বন্ধ হোক যে, এদের কেন নেওয়া হল? ওরা কেন করল? আমরা তো প্রথম থেকেই বলছি যে, আপনারা ছবিটা একবার দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।"
তিনি আরও বলেন, "আমাদের সঙ্গে কত বড় ব্যানারের ছবি মুক্তি পেয়েছে। আমাদের পরও কত বড় বড় ছবি মুক্তি পেয়েছে। লোকে ভেবেছিল আমাদের ছবিটা এক সপ্তাহের মধ্যে উঠে যাবে। কিন্তু, এখনও চলছে আমাদের ছবি।"
নিজেদের জীবনে অন্যতম মাইলস্টোন ছবি হয়ে থাকবে 'ষাঁণ্ড কি আঁখ', মনে করেন তাপসী। এরকম চ্যালেঞ্জিং দুই চরিত্রে অভিনয় করে মানুষের এত প্রশংসা পাওয়া সত্যিই মুখের কথা নয়, মত অভিনেত্রীর।
দেখে নিন ভিডিয়ো...