ETV Bharat / sitara

পুনে-লোনাভালা-মুম্বই, ছুটেই চলেছেন তাপসী ! - Taapsee Rashmi Rocket twist

সম্প্রতি ব্যাটন হাতে নিয়ে দৌড়ানোর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তাপসী । পরনে অ্যাথলিট পোশাক । আসলে শুটিংয়ের জন্য এক জায়গায় থেকে অন্য জায়গাতে প্রতিনিয়ত দৌড়ে যাচ্ছেন তিনি । সেটা বোঝানোর জন্যই ওই ছবি পোস্ট করেন অভিনেত্রী ।

ASD
as
author img

By

Published : Nov 17, 2020, 7:58 AM IST

মুম্বই : লকডাউন শিথিল হওয়ার পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ঘুরতে গিয়েছিলেন তাপসী পান্নু । মালদ্বীপে ঘোরার বিভিন্ন ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন । আর তারপর ফিরতে না ফিরতেই শুরু হয় একের পর এক ছবির শুটিং । আর শুটিংয়ের জন্য বিভিন্ন জায়গাতে ঘুরতে হচ্ছে তাঁকে । সম্প্রতি একটি ছবির মাধ্যমে এই পরিস্থিতির কথা তুলে ধরেছেন তিনি ।

'রেশমি রকেট'-এ একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । আর ছবির এই চরিত্রর জন্য নিজেকে একটু একটু করে প্রস্তুত করেছেন তিনি । প্রায় প্রতিদিনই প্রস্তুতি নেওয়ার কোনও না কোনও ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে ।

সম্প্রতি ব্যাটন হাতে নিয়ে দৌড়ানোর একটি ছবি পোস্ট করেন তাপসী । পরনে অ্যাথলিট পোশাক । আসলে শুটিংয়ের জন্য এক জায়গায় থেকে অন্য জায়গাতে প্রতিনিয়ত দৌড়ে যাচ্ছেন তিনি । সেটা বোঝানোর জন্যই ওই ছবি পোস্ট করেন । ছবির ক্যাপশনে লেখেন, "একটা লোকেশন থেকে অন্য লোকেশনে দৌড়াচ্ছি । পুনে থেকে লোনাভালা, তারপর মুম্বই #রেশমিরকেট"।

এই ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । আর তাঁর অনস্ক্রিন স্বামীর চরিত্রে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে । ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা । পরিচালনায় আকর্ষ খুরানা ।

এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের শুরুর দিকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে তা সম্ভব হয়নি । অবশেষে নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিং ।

সব ঠিক থাকলে আগামী বছর হলে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : লকডাউন শিথিল হওয়ার পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ঘুরতে গিয়েছিলেন তাপসী পান্নু । মালদ্বীপে ঘোরার বিভিন্ন ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন । আর তারপর ফিরতে না ফিরতেই শুরু হয় একের পর এক ছবির শুটিং । আর শুটিংয়ের জন্য বিভিন্ন জায়গাতে ঘুরতে হচ্ছে তাঁকে । সম্প্রতি একটি ছবির মাধ্যমে এই পরিস্থিতির কথা তুলে ধরেছেন তিনি ।

'রেশমি রকেট'-এ একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । আর ছবির এই চরিত্রর জন্য নিজেকে একটু একটু করে প্রস্তুত করেছেন তিনি । প্রায় প্রতিদিনই প্রস্তুতি নেওয়ার কোনও না কোনও ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে ।

সম্প্রতি ব্যাটন হাতে নিয়ে দৌড়ানোর একটি ছবি পোস্ট করেন তাপসী । পরনে অ্যাথলিট পোশাক । আসলে শুটিংয়ের জন্য এক জায়গায় থেকে অন্য জায়গাতে প্রতিনিয়ত দৌড়ে যাচ্ছেন তিনি । সেটা বোঝানোর জন্যই ওই ছবি পোস্ট করেন । ছবির ক্যাপশনে লেখেন, "একটা লোকেশন থেকে অন্য লোকেশনে দৌড়াচ্ছি । পুনে থেকে লোনাভালা, তারপর মুম্বই #রেশমিরকেট"।

এই ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । আর তাঁর অনস্ক্রিন স্বামীর চরিত্রে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে । ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা । পরিচালনায় আকর্ষ খুরানা ।

এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের শুরুর দিকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে তা সম্ভব হয়নি । অবশেষে নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিং ।

সব ঠিক থাকলে আগামী বছর হলে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.