ETV Bharat / sitara

'রশমি রকেট'-এর প্রস্তুতিতে রক্ত জল করছেন তাপসী - তাপসী পান্নুর ওয়ার্কআউট

দিনরাত পরিশ্রম, কড়া ডায়েট, সময় মাপা জীবনযাপন...রশমি হয়ে ওঠার জন্য কী না করছেন তাপসী পান্নু । আর প্রত্যেকদিন সোশাল মিডিয়ায় দিচ্ছেন আপডেট ।

Taapsee pannu preps for Rashmi Rocket
Taapsee pannu preps for Rashmi Rocket
author img

By

Published : Nov 21, 2020, 11:24 AM IST

মুম্বই : খেলোয়াড়ের জীবনযাপন সহজ নয় । অনেক অধ্যাবসায়ের মধ্যে দিয়ে যেতে হয় একজন খেলোয়াড়কে । আর অভিনেতাদের জীবন তো আরও কঠিন । কারণ প্রতিদিন তাদের নতুন নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হয় । এক এক চরিত্রের এক এক চাহিদা । খেলোয়াড় রশমি রকেট হয়ে উঠতে তাই কালঘাম ছুটছে তাপসী পান্নুর ।

অনেক বছর ধরে একটা অভ্যেসের মধ্যে দিয়ে যাওয়া একরকম । সেটাই তখন তার যাপন হয়ে ওঠে । কিন্তু, অল্প সময়ের মধ্যে একজন সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব হয়ে ওঠা খুব কঠিন । বিশেষ করে সেটা যদি কোনও খেলোয়াড়ের চরিত্র হয় তো কথাই নেই । অভিনেতা-অভিনেত্রীদের লাইফস্টাইল 180 ডিগ্রি বদলে ফেলতে হয় ।

রশমি রকেট হয়ে উঠতে রক্ত জল করছেন তাপসী পান্নু । চলছে তাঁর ফিজ়িকাল ট্রেনিং, কড়া ডায়েট । আর তারই মধ্যে জোরকদমে শুটিংও করছেন তিনি । সহজ নয় একেবারেই ।

তাপসীর সাম্প্রতিক পোস্টেও শুটের জন্য প্রস্তুতির ছবি । তাপসীকে পিছন থেকে ধরে থাকা হয়েছে । আর তিনি শরীরের সমস্ত জোর লাগিয়ে ওয়ার্কআউট করছেন । ক্যাপশনে তাপসী লিখেছেন, 'হপ, স্কিপ, রান..রিপিট' ।

তাঁর শরীরে বেশ কিছু ক্ষতচিহ্ন দেখা গেল । তাপসী বুঝিয়ে দিলেন যে সেই দাগ আসলে কালশিটে অর্থাৎ তাঁর মাসল ক্ষতবিক্ষত হয়ে গেছে । দেখে নিন তাপসীর পোস্ট...

মুম্বই : খেলোয়াড়ের জীবনযাপন সহজ নয় । অনেক অধ্যাবসায়ের মধ্যে দিয়ে যেতে হয় একজন খেলোয়াড়কে । আর অভিনেতাদের জীবন তো আরও কঠিন । কারণ প্রতিদিন তাদের নতুন নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হয় । এক এক চরিত্রের এক এক চাহিদা । খেলোয়াড় রশমি রকেট হয়ে উঠতে তাই কালঘাম ছুটছে তাপসী পান্নুর ।

অনেক বছর ধরে একটা অভ্যেসের মধ্যে দিয়ে যাওয়া একরকম । সেটাই তখন তার যাপন হয়ে ওঠে । কিন্তু, অল্প সময়ের মধ্যে একজন সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব হয়ে ওঠা খুব কঠিন । বিশেষ করে সেটা যদি কোনও খেলোয়াড়ের চরিত্র হয় তো কথাই নেই । অভিনেতা-অভিনেত্রীদের লাইফস্টাইল 180 ডিগ্রি বদলে ফেলতে হয় ।

রশমি রকেট হয়ে উঠতে রক্ত জল করছেন তাপসী পান্নু । চলছে তাঁর ফিজ়িকাল ট্রেনিং, কড়া ডায়েট । আর তারই মধ্যে জোরকদমে শুটিংও করছেন তিনি । সহজ নয় একেবারেই ।

তাপসীর সাম্প্রতিক পোস্টেও শুটের জন্য প্রস্তুতির ছবি । তাপসীকে পিছন থেকে ধরে থাকা হয়েছে । আর তিনি শরীরের সমস্ত জোর লাগিয়ে ওয়ার্কআউট করছেন । ক্যাপশনে তাপসী লিখেছেন, 'হপ, স্কিপ, রান..রিপিট' ।

তাঁর শরীরে বেশ কিছু ক্ষতচিহ্ন দেখা গেল । তাপসী বুঝিয়ে দিলেন যে সেই দাগ আসলে কালশিটে অর্থাৎ তাঁর মাসল ক্ষতবিক্ষত হয়ে গেছে । দেখে নিন তাপসীর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.