মুম্বই : আপকামিং ছবি 'রেশমি রকেট'-এর শুটিং নিয়ে এখন খুবই ব্যস্ত রয়েছেন তাপসী পান্নু । সেখানে একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়া ছবির জন্য বাইকও চালিয়েছেন তিনি । আর সেই বাইক চালানোর সময় তাঁর মাথায় হেলমেট ছিল না । যার কারণে জরিমানাও দিয়েছিলেন তিনি । সম্প্রতি এই মজাদার অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তাপসী । সেখানে বাইক চালাতে দেখা গিয়েছে তাঁকে । যদিও ছবিতে তাঁর মুখ দেখা যায়নি । আসলে পিছন থেকে তোলা হয়েছে ছবিটি ।
আর এই ছবির ক্যাপশনে লেখেন, "মাথায় হেলমেট না থাকার জন্য জরিমানা দেওয়ার ঠিক আগের মুহূর্ত ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন তারকারা । বাদ যাননি অনুরাগীরাও । অনেকেই তাপসীর এই অভিজ্ঞতা কথা জেনে হেসেছেন ।
এই ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । আর তাঁর অনস্ক্রিন স্বামীর চরিত্রে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে । ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা । পরিচালনায় আকর্ষ খুরানা ।
এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের শুরুর দিকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে তা সম্ভব হয়নি । অবশেষে নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিং ।
সব ঠিক থাকলে আগামী বছর হলে মুক্তি পাবে ছবিটি ।