মুম্বই : জুন মাসের বিদ্যুতের বিল দেখে চোখ কপালে ওঠার জোগার তাপসী পান্নু । অন্য মাসের থেকে প্রায় 10 গুণ বেশি এসেছে জুন মাসের বিল । যার কারণে রীতিমতো চিন্তা পড়ে গিয়েছেন তিনি । কোনও রাস্তা খুঁজে না পেয়ে অবশেষে অভিযোগও জানান অভিনেত্রী ।
মুম্বইতে বিদ্যুতের বিল নিয়ে বিতর্ক রয়েছে । আর এবার তার শিকার হলেন তাপসীও । সম্প্রতি টুইটারে এই ক্ষোভ উগরে দেন তিনি । এপ্রিল, মে ও জুনের মাসের বিলের একটি করে ছবিও পোস্ট করেন অভিনেত্রী । সেখানে দেখা গিয়েছে, এপ্রিল মাসে তাপসীর বিদ্যুতের বিলের বকেয়া টাকার অঙ্কটা ছিল 4 হাজার 390 টাকা । মে মাসের বিলের অঙ্কটা 3 হাজার 850 টাকা । অথচ জুন মাসের বিলে সেই অঙ্কটা বেড়ে 36 হাজার হয়ে যায় ।
টুইটারে তাপসী লেখেন, "তিন মাস লকডাউন চলেছে আর আমি ভেবে অবাক হচ্ছি এর মধ্যে কী এমন বৈদ্যুতিন সামগ্রী কিনলাম যে এরকম উন্মাদের মতো বিদ্যুতের বিল এল ? কী ধরনের বিদ্যুতের জন্য এই বিল ?"
-
3 months of lockdown and I wonder what appliance(s) I have newly used or bought in the apartment only last month to have such an insane rise in my electricity bill. @Adani_Elec_Mum what kind of POWER r u charging us for? pic.twitter.com/jZMMoxDMgj
— taapsee pannu (@taapsee) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">3 months of lockdown and I wonder what appliance(s) I have newly used or bought in the apartment only last month to have such an insane rise in my electricity bill. @Adani_Elec_Mum what kind of POWER r u charging us for? pic.twitter.com/jZMMoxDMgj
— taapsee pannu (@taapsee) June 28, 20203 months of lockdown and I wonder what appliance(s) I have newly used or bought in the apartment only last month to have such an insane rise in my electricity bill. @Adani_Elec_Mum what kind of POWER r u charging us for? pic.twitter.com/jZMMoxDMgj
— taapsee pannu (@taapsee) June 28, 2020
এদিকে অভিযোগ জানানোর জন্য তাপসীকে একটি লিঙ্ক পাঠানো হয় আদানি ইলেক্ট্রিসিটির তরফে । যদিও সেই লিঙ্কে ক্লিক করার পরও অভিযোগ জানানো যায়নি বলে জানান অভিনেত্রী ।
তবে শুধু তাপসীই নন । এই সমস্যার সম্মুখীন হয়েছেন কমেডিয়ান ভির দাস ও অভিনেতা দিনো মোরিয়া ।