মুম্বই : রাফ অ্যান্ড টাফ লুকে সবসময়ই নজর কেড়েছেন তাপসী পান্নু। 'মনমরজ়িয়াঁ' হোক বা সাম্প্রতিককালের 'বদলা', তাপসীর বলিষ্ঠ চরিত্র বেশ পছন্দ করেছেন দর্শক। মিতালী রাজের মতো এক মহিলার চরিত্রে তাপসীর থেকে বেটার চয়েজ় আর কে হতে পারে?
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে 'সুরমা' বা 'মনমরজ়িয়াঁ'-তে তাপসীকে স্পোর্টস পার্সন হিসেবে দেখা গেছে। সেই রেকর্ডের কারণেই নির্মাতাদের পক্ষ থেকে তাপসীকে এই চরিত্র করার জন্য অনুরোধ করা হয়েছিল। আর তাপসী সাদরে গ্রহণ করেছেন সেই অফার।
তাপসীকে তাঁর পরবর্তী ছবিতেও একজন শুটারের ভূমিকায় দেখা যাবে। তুষার হিরানন্দানির পরিচালনায় 'ষাণ্ড কি আঁখ' ছবিতে প্রথম মহিলা শার্প শুটার প্রকাশী তোমারের চরিত্র করবেন অভিনেত্রী।