ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত কেয়ারটেকার, সিল টি সিরিজ়ের অফিস

কোরোনায় আক্রান্ত টি সিরিজ়ের একজন কেয়ারটেকার । BMC-র তরফে সিল করে দেওয়া হল টি সিরিজ়ের আন্ধেরির অফিস ।

sdf
sdf
author img

By

Published : May 11, 2020, 10:26 AM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত টি সিরিজ়ের একজন কেয়ারটেকার । তারপরই বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) তরফে সিল করে দেওয়া হল মুম্বইতে টি সিরিজ়ের আন্ধেরির অফিস ।

টি সিরিজ়ের মুখপাত্র বলেন, "আন্ধেরির অফিসেই থাকতেন কয়েকজন কেয়ারটেকার । সেখানেই কাজ করতেন ও থাকতেন তাঁরা । তাঁদের মধ্যেই একজন কোরোনায় আক্রান্ত হন । আর সেই কারণে BMC-র তরফে অফিস সিল করে দেওয়া হয় ।"

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে নিজের বাড়ি ফিরতে পারেননি অনেকেই । সেই তালিকায় রয়েছেন টি সিরিজ়ের কয়েকজন কেয়ারটেকারও । তাই এই পরিস্থিতিতে তাঁদের অফিসেই থাকতে বলা হয়েছিল । মুখপাত্র বলেন, "অফিসের মধ্যে তাঁদের থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয় । অফিসের রান্নাঘরও ব্যবহার করছিলেন তাঁরা । তাঁদের সুবিধার জন্য সবরকম ব্যবস্থাই করা হয় । তাঁদের মধ্যেই একজন কোরোনায় আক্রান্ত হন ।"

দেশজুড়ে লকডাউন জারির পরই সংস্থার সব কর্মীদের অফিস যেতে বারণ করে দেওয়া হয় । 15 মার্চ থেকেই বন্ধ হয়ে যায় অফিস । এ প্রসঙ্গে ওই মুখপাত্র বলেন, "15 মার্চ থেকেই বন্ধ অফিস । শুধুমাত্র কয়েকজন কেয়ারটেকারই সেখানে ছিলেন । তার মধ্যে একজন কোরোনায় আক্রান্ত । তাঁর সঙ্গে যাঁরা থাকতেন তাঁদেরও কোরোনা পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত রিপোর্ট হাতে আসেনি । তবে সুরক্ষার কথা মাথায় রেখেই BMC-র তরফে সিল করে দেওয়া হয় অফিস ।"

মুম্বই : কোরোনায় আক্রান্ত টি সিরিজ়ের একজন কেয়ারটেকার । তারপরই বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) তরফে সিল করে দেওয়া হল মুম্বইতে টি সিরিজ়ের আন্ধেরির অফিস ।

টি সিরিজ়ের মুখপাত্র বলেন, "আন্ধেরির অফিসেই থাকতেন কয়েকজন কেয়ারটেকার । সেখানেই কাজ করতেন ও থাকতেন তাঁরা । তাঁদের মধ্যেই একজন কোরোনায় আক্রান্ত হন । আর সেই কারণে BMC-র তরফে অফিস সিল করে দেওয়া হয় ।"

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে নিজের বাড়ি ফিরতে পারেননি অনেকেই । সেই তালিকায় রয়েছেন টি সিরিজ়ের কয়েকজন কেয়ারটেকারও । তাই এই পরিস্থিতিতে তাঁদের অফিসেই থাকতে বলা হয়েছিল । মুখপাত্র বলেন, "অফিসের মধ্যে তাঁদের থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয় । অফিসের রান্নাঘরও ব্যবহার করছিলেন তাঁরা । তাঁদের সুবিধার জন্য সবরকম ব্যবস্থাই করা হয় । তাঁদের মধ্যেই একজন কোরোনায় আক্রান্ত হন ।"

দেশজুড়ে লকডাউন জারির পরই সংস্থার সব কর্মীদের অফিস যেতে বারণ করে দেওয়া হয় । 15 মার্চ থেকেই বন্ধ হয়ে যায় অফিস । এ প্রসঙ্গে ওই মুখপাত্র বলেন, "15 মার্চ থেকেই বন্ধ অফিস । শুধুমাত্র কয়েকজন কেয়ারটেকারই সেখানে ছিলেন । তার মধ্যে একজন কোরোনায় আক্রান্ত । তাঁর সঙ্গে যাঁরা থাকতেন তাঁদেরও কোরোনা পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত রিপোর্ট হাতে আসেনি । তবে সুরক্ষার কথা মাথায় রেখেই BMC-র তরফে সিল করে দেওয়া হয় অফিস ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.