ETV Bharat / sitara

অসুস্থ মাকে দেখতে লকডাউনের মধ্যেও দিল্লি এলেন স্বরা - স্বরা ভাস্করের খবর

মা অসুস্থ । তাই প্রশাসনের অনুমতি নিয়েই মুম্বই থেকে দিল্লি এলেন স্বরা ভাস্কর ।

swara bhaskar to delhi
swara bhaskar to delhi
author img

By

Published : May 20, 2020, 8:31 PM IST

মুম্বই : সড়কপথে মুম্বই থেকে দিল্লি পৌঁছলেন স্বরা ভাস্কর । অসুস্থ মাকে দেখতে প্রশাসনের অনুমতি নিয়েই এই কাজ করলেন অভিনেত্রী । IANS সূত্রে জানা যাচ্ছে যে, স্বরার মায়ের ডান হাত ভেঙেছে ।

স্বরা জানিয়েছেন, "আমি যখন শুনলাম যে মা পড়ে গিয়ে ডান হাত ভেঙেছে, তখন খুব চিন্তায় পড়ে গেলাম । সেই মুহূর্তেই আমার দিল্লি আসতে ইচ্ছে হচ্ছিল । মায়ের দেখাশোনা করতে ইচ্ছে করছিল । তবে লকডাউনের কারণে সেটা সম্ভব ছিল না ।"

স্বরা আরও বলেন, "তাই আমি মুম্বই থেকে দিল্লি যাওয়ার অনুমতি চেয়ে একটা অ্যাপ্লিকেশন দিই । খুব লম্বা জার্নি ছিল । টানা দু'দিন আর এক রাত্তিরের হল্ট । তবে আমি নিরাপদ ভাবে বাড়ি পৌঁছেছি ।"

এই দুরবস্থার মধ্যে স্বরাকে দিল্লি যাওয়ার অনুমতি দেওয়ায় সরকারের কাছে কৃতজ্ঞ অভিনেত্রী । বাড়িতে যাবতীয় নিয়ম ও সতর্কতা মেনেই চলছেন স্বরা । মাকে সাহায্য করছেন ।

কয়েকদিন আগে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিও তাঁর মায়ের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে উত্তরপ্রদেশ পাড়ি দিয়েছেন ।

মুম্বই : সড়কপথে মুম্বই থেকে দিল্লি পৌঁছলেন স্বরা ভাস্কর । অসুস্থ মাকে দেখতে প্রশাসনের অনুমতি নিয়েই এই কাজ করলেন অভিনেত্রী । IANS সূত্রে জানা যাচ্ছে যে, স্বরার মায়ের ডান হাত ভেঙেছে ।

স্বরা জানিয়েছেন, "আমি যখন শুনলাম যে মা পড়ে গিয়ে ডান হাত ভেঙেছে, তখন খুব চিন্তায় পড়ে গেলাম । সেই মুহূর্তেই আমার দিল্লি আসতে ইচ্ছে হচ্ছিল । মায়ের দেখাশোনা করতে ইচ্ছে করছিল । তবে লকডাউনের কারণে সেটা সম্ভব ছিল না ।"

স্বরা আরও বলেন, "তাই আমি মুম্বই থেকে দিল্লি যাওয়ার অনুমতি চেয়ে একটা অ্যাপ্লিকেশন দিই । খুব লম্বা জার্নি ছিল । টানা দু'দিন আর এক রাত্তিরের হল্ট । তবে আমি নিরাপদ ভাবে বাড়ি পৌঁছেছি ।"

এই দুরবস্থার মধ্যে স্বরাকে দিল্লি যাওয়ার অনুমতি দেওয়ায় সরকারের কাছে কৃতজ্ঞ অভিনেত্রী । বাড়িতে যাবতীয় নিয়ম ও সতর্কতা মেনেই চলছেন স্বরা । মাকে সাহায্য করছেন ।

কয়েকদিন আগে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিও তাঁর মায়ের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে উত্তরপ্রদেশ পাড়ি দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.