মুম্বই : 'শির খুরমা' ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন স্বরা ভাস্কর ও দিব্য়া দত্ত। তাঁরা সমকামী চরিত্রে অভিনয় করতে চলেছেন এই ছবিতে। ফরজ় আরিফ আনসারির পরিচালনায় তৈরি এই ছবি আসছে সমাজের সেই বেঁচে থাকা ট্যাবুকে ধ্বংস করতে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দিব্য়া বলেন, "আমি ফরজ়ের সঙ্গে আগে কাজ করেছি। আমি জানি ও কী দেখাতে চায়।" দিব্যাকে মাথায় রেখেই এই ছবিটি লিখেছেন ফরজ়। যেহেতু স্বরা আর দিব্যা দু'জনেই LGBT কমিউনিটির অধিকার নিয়ে বরাবর সরব থেকেছেন, ফলে ওঁদের দু'জনকে অ্যাপ্রোচ করাটা সহজ ছিল পরিচালকের পক্ষে।
আরও পড়ুন : Birth Day Special : রণবীর বিটস রণবীর
ফরজ়ই প্রথম নির্বাক LGBTQ লাভ স্টোরি 'সিসক' উপহার দিয়েছিলেন ভারতীয় দর্শককে। সেটি ছিল একটি শর্টফিল্ম। আর এবার প্রায় একই রকম বিষয় নিয়ে ফিচার ফিল্ম করতে চলেছেন তিনি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'আলিগড়', 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' বা 'ডিয়ার ড্য়াড'-এর মতো ছবি এর আগে তৈরি হয়েছে ভারতীয় সিনেমার দরবারে। ধীরে ধীরে বদলাচ্ছে সিনেমার ভাষা, বদলাচ্ছে দর্শকের চিন্তাভাবনা। এই ছবি সেই জার্নিকে আরও একটু এগিয়ে দেবে বিশ্বাস বলিউডের।