ETV Bharat / sitara

"কে যেন সরকারি পুরস্কার ফেরানোর কথা বলেছিল ?", কঙ্গনাকে কটাক্ষ স্বরার - কঙ্গনা রানাওয়াতের খবর

জাতীয় সংবাদমাধ্যমে এসে কঙ্গনা রানাওয়াত বলেছিলেন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বলা কথা যদি মিথ্যে প্রমাণিত হয়, তাহলে তিনি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন । এই বিষয়টিকে নিয়ে সোশাল মিডিয়ায় একটু মজা করলেন স্বরা ভাস্কর । কারণ ইতিমধ্যেই এটা প্রমাণিত হয়েছে যে, সুশান্ত খুন হননি, তিনি আত্মহত্যাই করেছিলেন । এদিকে কঙ্গনা প্রথম থেকেই বলে এসেছেন যে, সুশান্ত নাকি আত্মহত্যা করতে পারে না । তাহলে তো তিনি ভুলই প্রমাণিত হলেন ।

Swara bhaskar to kangana ranaut
Swara bhaskar to kangana ranaut
author img

By

Published : Oct 7, 2020, 4:57 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত এবং স্বরা ভাস্করের মধ্যে জটিলতা আজও বর্তমান । সোশাল মিডিয়ার মাধ্যমে একে অপরকে মিষ্টি আঘাত করা চলতেই থাকে দু'জনের মধ্যে । তবে এবার কঙ্গনা নয়, কটাক্ষ করলেন স্বরা । তিনি মনে করিয়ে দিলেন যে, সুশান্ত সংক্রান্ত করা কোনও দাবি মিথ্যে প্রমাণিত হলে কঙ্গনা পদ্মশ্রী ফিরিয়ে দেবেন বলেছিলেন ।

যদিও সরাসরি কারও নাম নেননি স্বরা । তবুও তাঁর ইঙ্গিত যে কোনদিকে তা বুঝতে বাকি নেই কারও । ইতিমধ্যেই সুশান্তের হত্যার তত্ত্ব ভুল বলে প্রমাণিত হয়েছে ।

স্বরা লিখেছেন, "এখন তো CBI এবং AIIMS এই দুই এজেন্সিই জানিয়ে দিয়েছে যে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেই মারা গেছেন । কে যেন সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল ???" মজা করে কয়েকটি ইমোজিও শেয়ার করছেন স্বরা ।

দেখে নিন তাঁর পোস্ট..

Swara bhaskar to kangana ranaut
সৌজন্যে টুইটার

স্বরা যে খুব একটা ভুল কথা বলেছেন তা নয় । সত্যিই তো AIIMS-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুশান্তের মৃত্যুর কারণ । যদিও সেই থিয়োরি মানতে চাননি কঙ্গনা রানাওয়াত । তা হলেও, AIIMS-এর রিপোর্টকে কি অত সহজে অস্বীকার করা যায় ?

মুম্বই : কঙ্গনা রানাওয়াত এবং স্বরা ভাস্করের মধ্যে জটিলতা আজও বর্তমান । সোশাল মিডিয়ার মাধ্যমে একে অপরকে মিষ্টি আঘাত করা চলতেই থাকে দু'জনের মধ্যে । তবে এবার কঙ্গনা নয়, কটাক্ষ করলেন স্বরা । তিনি মনে করিয়ে দিলেন যে, সুশান্ত সংক্রান্ত করা কোনও দাবি মিথ্যে প্রমাণিত হলে কঙ্গনা পদ্মশ্রী ফিরিয়ে দেবেন বলেছিলেন ।

যদিও সরাসরি কারও নাম নেননি স্বরা । তবুও তাঁর ইঙ্গিত যে কোনদিকে তা বুঝতে বাকি নেই কারও । ইতিমধ্যেই সুশান্তের হত্যার তত্ত্ব ভুল বলে প্রমাণিত হয়েছে ।

স্বরা লিখেছেন, "এখন তো CBI এবং AIIMS এই দুই এজেন্সিই জানিয়ে দিয়েছে যে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেই মারা গেছেন । কে যেন সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল ???" মজা করে কয়েকটি ইমোজিও শেয়ার করছেন স্বরা ।

দেখে নিন তাঁর পোস্ট..

Swara bhaskar to kangana ranaut
সৌজন্যে টুইটার

স্বরা যে খুব একটা ভুল কথা বলেছেন তা নয় । সত্যিই তো AIIMS-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুশান্তের মৃত্যুর কারণ । যদিও সেই থিয়োরি মানতে চাননি কঙ্গনা রানাওয়াত । তা হলেও, AIIMS-এর রিপোর্টকে কি অত সহজে অস্বীকার করা যায় ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.