ETV Bharat / sitara

আমি তোমায় ভালোবাসি কঙ্গনা : স্বরা ভাস্কর - স্বরা ভাস্করের খবর

কঙ্গনা রানাওয়াত আর স্বরা ভাস্করের সম্পর্ক যে মোটেই ভালো নয়, তা সবাই জানেন । কিন্তু, স্বরার গলায় উলটো সুর কেন ? তিনি বললেন, "আমি তোমায় ভালোবাসি কঙ্গনা"

Swara Bhasker loves kangana ranaut
Swara Bhasker loves kangana ranaut
author img

By

Published : Jan 24, 2021, 9:58 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত আর স্বরা ভাস্করের ভার্চুয়াল লড়াই একটা সিনেমার মতোই এন্টারটেনিং....সোশাল মিডিয়ায় এমনই মন্তব্য় করেন এক নেটিজেন । সেটা কঙ্গনার চোখে পড়ে যায় ।

তিনিও এই পোস্টের মজা নিতে ছাড়েন না । কঙ্গনা পালটা লেখেন, "হ্যাঁ, সত্যিই আজ দিনটা বোরিং কাটছে । স্বরাজীকে নিয়ে একটু মজা করা যাক, ওকে একটু রাগানো যাক.."

ভাবছেন কঙ্গনার এই কথায় রেগে যাবেন স্বরা ? না, মোটেই না । বরং তিনি ঠান্ডা মাথায় একটি পোস্ট লিখেছেন ।

স্বরার পোস্ট, "সবসময় তোমার মেজাজ ভালো করতে আমি হাজির কঙ্গনা । আমি তোমায় ভালোবাসি আর তুমি সেটা জান..." স্বরার এই পোস্টে বিদ্রুপের মশলা বেশ ভালোই দেওয়া হয়েছে ।

দেখে নিন...

মুম্বই : কঙ্গনা রানাওয়াত আর স্বরা ভাস্করের ভার্চুয়াল লড়াই একটা সিনেমার মতোই এন্টারটেনিং....সোশাল মিডিয়ায় এমনই মন্তব্য় করেন এক নেটিজেন । সেটা কঙ্গনার চোখে পড়ে যায় ।

তিনিও এই পোস্টের মজা নিতে ছাড়েন না । কঙ্গনা পালটা লেখেন, "হ্যাঁ, সত্যিই আজ দিনটা বোরিং কাটছে । স্বরাজীকে নিয়ে একটু মজা করা যাক, ওকে একটু রাগানো যাক.."

ভাবছেন কঙ্গনার এই কথায় রেগে যাবেন স্বরা ? না, মোটেই না । বরং তিনি ঠান্ডা মাথায় একটি পোস্ট লিখেছেন ।

স্বরার পোস্ট, "সবসময় তোমার মেজাজ ভালো করতে আমি হাজির কঙ্গনা । আমি তোমায় ভালোবাসি আর তুমি সেটা জান..." স্বরার এই পোস্টে বিদ্রুপের মশলা বেশ ভালোই দেওয়া হয়েছে ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.