ETV Bharat / sitara

উর্মিলার পাশে বলিউডের একাংশ

author img

By

Published : Sep 17, 2020, 11:30 AM IST

উর্মিলা মাতন্ডকরের পাশে বলিউডের একাংশ । কঙ্গনা রানাওয়াতের 'সফট পর্নস্টার' মন্তব্যের পর উত্তাল সোশাল মিডিয়া । উর্মিলার মতো সুঅভিনেত্রী ও সুন্দরীকে কঙ্গনার বলা এই কথা কেউই মেনে নিতে পারেননি । তাঁর অনুরাগীরা তো প্রতিবাদ জানিয়েছেনই, পাশে দাঁড়িয়েছেন কিছু সেলেবও ।

bollywood extends support to urmila
bollywood extends support to urmila

স্বরা ভাস্কর : ডিয়ার উর্মিলা মাতন্ডকরজী, 'মাসুম', 'চমৎকার', 'রঙ্গীলা', 'জুদাই','সত্য','ভূত','কৌন','জাঙ্গল', 'পেয়ার তুনে কেয়া কিয়া'- সহ আরও ছবিতে আপনার অসাধারণ পারফর্মেন্সের কথা মনে পড়ে গেল । অভিনয় এবং নাচে যে পারদর্শিতা দেখিয়েছেন আপনি তা বলার নয় । লাভ ইউ ।

  • Dear @UrmilaMatondkar ji, remembering ur outstanding performances in Masoom, Chamatkaar, Rangeela, Judaai, Daud, Satya, Bhoot, Kaun, Jungle, Pyaar Tuney Kya Kiya, Tehzeeb, Pinjar, Ek Hasina Thi.. among others and have marvelled at your acting chops & brilliant dancing! Love u 💓

    — Swara Bhasker (@ReallySwara) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পূজা ভাট : উর্মিলা মাতন্ডকর আপনি লেজেন্ড । 'রঙ্গীলা' দেখাটা একটি ভিশুয়াল, ইমোশনাল ট্রিট আমাদের সবার জন্য । আপনি আমাদের মতো সহকর্মী এবং সিনেমাপ্রেমী মানুষদের মুগ্ধ করে রেখেছেন এতগুলো বছর ধরে ।

  • @UrmilaMatondkar you are a legend. #Rangeela was a treat visually,emotionally and you raised the bar for all of us in so many ways. You left us all,co-actors and an entire generation of movie goers awestruck! Sensuality & dignity.. two qualities you combined & embodied. Respect!

    — Pooja Bhatt (@PoojaB1972) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুভব সিনহা : একটা কথাই বলার ছিল । আপনি এই ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী, এলিগেন্ট, শক্তিশালী এবং অভিব্যক্তিপূর্ণ অভিনেত্রী । অনেক ভালোবাসা ।

  • Just felt like saying this to one of the most beautiful, elegant, evocative, expressive actresses ever. Sending you love @UrmilaMatondkar

    — Anubhav Sinha (@anubhavsinha) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফারাহ খান : একটা ক্লাসের সবাই ভয়াবহ আর অভদ্র হয় না । এখানে উর্মিলা মাতন্ডকর, জয়া বচ্চন, স্বরা ভাস্কর, তাপসী পান্নু, সোনু সুদ, হেমা মালিনীর মানুষও থাকেন । তোমরা এভাবেই আলো ছড়াতে থাক ।

স্বরা ভাস্কর : ডিয়ার উর্মিলা মাতন্ডকরজী, 'মাসুম', 'চমৎকার', 'রঙ্গীলা', 'জুদাই','সত্য','ভূত','কৌন','জাঙ্গল', 'পেয়ার তুনে কেয়া কিয়া'- সহ আরও ছবিতে আপনার অসাধারণ পারফর্মেন্সের কথা মনে পড়ে গেল । অভিনয় এবং নাচে যে পারদর্শিতা দেখিয়েছেন আপনি তা বলার নয় । লাভ ইউ ।

  • Dear @UrmilaMatondkar ji, remembering ur outstanding performances in Masoom, Chamatkaar, Rangeela, Judaai, Daud, Satya, Bhoot, Kaun, Jungle, Pyaar Tuney Kya Kiya, Tehzeeb, Pinjar, Ek Hasina Thi.. among others and have marvelled at your acting chops & brilliant dancing! Love u 💓

    — Swara Bhasker (@ReallySwara) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পূজা ভাট : উর্মিলা মাতন্ডকর আপনি লেজেন্ড । 'রঙ্গীলা' দেখাটা একটি ভিশুয়াল, ইমোশনাল ট্রিট আমাদের সবার জন্য । আপনি আমাদের মতো সহকর্মী এবং সিনেমাপ্রেমী মানুষদের মুগ্ধ করে রেখেছেন এতগুলো বছর ধরে ।

  • @UrmilaMatondkar you are a legend. #Rangeela was a treat visually,emotionally and you raised the bar for all of us in so many ways. You left us all,co-actors and an entire generation of movie goers awestruck! Sensuality & dignity.. two qualities you combined & embodied. Respect!

    — Pooja Bhatt (@PoojaB1972) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুভব সিনহা : একটা কথাই বলার ছিল । আপনি এই ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী, এলিগেন্ট, শক্তিশালী এবং অভিব্যক্তিপূর্ণ অভিনেত্রী । অনেক ভালোবাসা ।

  • Just felt like saying this to one of the most beautiful, elegant, evocative, expressive actresses ever. Sending you love @UrmilaMatondkar

    — Anubhav Sinha (@anubhavsinha) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফারাহ খান : একটা ক্লাসের সবাই ভয়াবহ আর অভদ্র হয় না । এখানে উর্মিলা মাতন্ডকর, জয়া বচ্চন, স্বরা ভাস্কর, তাপসী পান্নু, সোনু সুদ, হেমা মালিনীর মানুষও থাকেন । তোমরা এভাবেই আলো ছড়াতে থাক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.