ETV Bharat / sitara

জেনারেশন গ্যাপের সমস্যা সবসময় থাকবে : স্বরা - স্বরা ভাস্করের খবর

জেনারেশন গ্যাপের সমস্যা চিরন্তন, তাই পূর্বপুরুষদের সঙ্গে পরবর্তী প্রজন্মের একটা বিবাদ থাকবেই...বললেন স্বরা ভাস্কর ।

Swara bhaskar on generation gap
Swara bhaskar on generation gap
author img

By

Published : Dec 14, 2020, 7:50 AM IST

মুম্বই : সম্প্রতি নেটফ্লিক্সের 'ভাগ বিনি ভাগ' ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন স্বরা ভাস্কর । সিরিজ়টি জেনারেশন গ্যাপের মতো সমস্যাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে । এই প্রসঙ্গে স্বরার মত কী ?

"আমার মনে হয়,জেনারেশন গ্যাপের সমস্য সবসময় থাকবে । তাই দুই প্রজন্মের মধ্যে একটা বিবাদও চলতে থাকবে ।", বললেন স্বরা ।

নিজের জীবনে এই সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি ? স্বরা বললেন, "আমার বাবা-মা খুব সাপোর্টিভ । বাবা-মায়ের সবচেয়ে বড় উপহার সেটাই, সাপোর্ট । পুরো পৃথিবী আমার বিরোধীতা করলেও আমি দিনের শেষে বাবা-মায়ের কাছে ফিরতে পারব জানি । সেটাই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ।"

স্বরার সঙ্গে বরুণ ঠাকুর, রবি প্যাটেল, মোনা আম্বেগাঁওকর, গিরিশ কুলকার্নির মতো অভিনেতারাও 'ভাগ বিনি ভাগ' সিরিজ়ে অভিনয় করেছেন । ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য, বাংলাদেশ ও পাকিস্তানের দর্শকের থেকেও এই শো ভালো সাড়া পেয়েছে, মন খুশ স্বরার ।

মুম্বই : সম্প্রতি নেটফ্লিক্সের 'ভাগ বিনি ভাগ' ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন স্বরা ভাস্কর । সিরিজ়টি জেনারেশন গ্যাপের মতো সমস্যাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে । এই প্রসঙ্গে স্বরার মত কী ?

"আমার মনে হয়,জেনারেশন গ্যাপের সমস্য সবসময় থাকবে । তাই দুই প্রজন্মের মধ্যে একটা বিবাদও চলতে থাকবে ।", বললেন স্বরা ।

নিজের জীবনে এই সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি ? স্বরা বললেন, "আমার বাবা-মা খুব সাপোর্টিভ । বাবা-মায়ের সবচেয়ে বড় উপহার সেটাই, সাপোর্ট । পুরো পৃথিবী আমার বিরোধীতা করলেও আমি দিনের শেষে বাবা-মায়ের কাছে ফিরতে পারব জানি । সেটাই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ।"

স্বরার সঙ্গে বরুণ ঠাকুর, রবি প্যাটেল, মোনা আম্বেগাঁওকর, গিরিশ কুলকার্নির মতো অভিনেতারাও 'ভাগ বিনি ভাগ' সিরিজ়ে অভিনয় করেছেন । ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য, বাংলাদেশ ও পাকিস্তানের দর্শকের থেকেও এই শো ভালো সাড়া পেয়েছে, মন খুশ স্বরার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.