ETV Bharat / sitara

"আমি কিছু হারাইনি", ইরফানের মৃত্যুর পর বললেন স্ত্রী সুতপা - সুতপা সিকদারের খবর

ইরফান খানের মৃত্যুতে শোক পেয়েছেন দেশজুড়ে অনেকেই । তাঁদের কাছে ইরফানের চলে যাওয়া একটা বিশাল ক্ষতি । কিন্তু, ইরফানের স্ত্রী সুতপা অন্য কথা বললেন । সোশাল মিডিয়া পোস্টে তিনি জানালেন, "আমি কিছু হারাইনি.."

Sutapa sikdar on husband Irrfan khan
Sutapa sikdar on husband Irrfan khan
author img

By

Published : Apr 30, 2020, 10:46 PM IST

মুম্বই : 1995 সালে রেজিস্ট্রি করে ইরফান বিয়ে করেন প্রিয় বন্ধু সুতপা সিকদারকে । সেই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আলাপ । 30 বছরেরও বেশি সময় ধরে একে অপরের প্রেমে বেঁচেছেন সুতপা-ইরফান । আজ হঠাৎ নেই মানুষটা । কী অনুভূতি সুতপার ?

সোশাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে এক লাইনে নিজের মনের কথা প্রকাশ করেছেন সুতপা । লিখেছেন, "আমি কিছু হারাইনি, যতরকম ভাবে সম্ভব লাভ করেছি ।"

ছবিতে ইরফানের কাঁধে হাত রেখে বসে সুতপা । দু'জনের প্রেম, বন্ধুত্ব, নির্ভরশীলতা প্রস্ফুটিত ছবিতে । দেখে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইরফানকে যখন হাসপাতালে ভরতি করা হয় পাশে ছিলেন সুতপা । শুধু সেই সময় নয়, এত বছর ধরে ইরফানের সমস্ত লড়াইতে কঠিন স্তম্ভের মতো দাঁড়িয়ে থেকেছেন তিনি ।

আজ এই ছবি আর সুতপার বক্তব্য আরও একবার প্রমাণ করে দিল যে, তিনি কতটা শক্ত মনের মানুষ, প্রমাণ করে দিল যে ইরফান তাঁকে ছেড়ে কোথাও যাননি ।

মুম্বই : 1995 সালে রেজিস্ট্রি করে ইরফান বিয়ে করেন প্রিয় বন্ধু সুতপা সিকদারকে । সেই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আলাপ । 30 বছরেরও বেশি সময় ধরে একে অপরের প্রেমে বেঁচেছেন সুতপা-ইরফান । আজ হঠাৎ নেই মানুষটা । কী অনুভূতি সুতপার ?

সোশাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে এক লাইনে নিজের মনের কথা প্রকাশ করেছেন সুতপা । লিখেছেন, "আমি কিছু হারাইনি, যতরকম ভাবে সম্ভব লাভ করেছি ।"

ছবিতে ইরফানের কাঁধে হাত রেখে বসে সুতপা । দু'জনের প্রেম, বন্ধুত্ব, নির্ভরশীলতা প্রস্ফুটিত ছবিতে । দেখে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইরফানকে যখন হাসপাতালে ভরতি করা হয় পাশে ছিলেন সুতপা । শুধু সেই সময় নয়, এত বছর ধরে ইরফানের সমস্ত লড়াইতে কঠিন স্তম্ভের মতো দাঁড়িয়ে থেকেছেন তিনি ।

আজ এই ছবি আর সুতপার বক্তব্য আরও একবার প্রমাণ করে দিল যে, তিনি কতটা শক্ত মনের মানুষ, প্রমাণ করে দিল যে ইরফান তাঁকে ছেড়ে কোথাও যাননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.