মুম্বই : সুস্মিতা আর রোহমান দু'জনেই ফিটনেস ফ্রিক । শরীরচর্চার মধ্য়ে তাঁরা আনন্দ খুঁজে পান । একে অপরের সঙ্গে সময় কাটানোর সঙ্গে সঙ্গে শরীরের যত্নও নেওয়া হয় । সম্প্রতি ইনস্টাগ্রামে তেমনই একটা ভিডিয়ো শেয়ার করলেন সুস্মিতা সেন ।
ভিডিয়োতে রোহমানকে ভর করে পুরো পাখির মতো উড়ছেন যেন সুস্মিতা । রোহমানের প্রতি তাঁর বিশ্বাস ও নির্ভরতা যেন প্রতীকী রূপে ফুটে উঠেছে ভিডিয়োর মাধ্যমে । দু'জনেই যে শরীরচর্চাকে আর্টের স্তরে নিয়ে গেছেন, সেটাও বোঝা যাচ্ছে ।
ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, "তোমায় ভালোবাসি টাফ গাই রোহমান শল । একটা মজবুত সম্পর্কে একটা সঠিক ব্যালেন্স থাকা চাই, সঙ্গে একটা ফ্লেক্সিবল মাইন্ড আর পারস্পরিক বোঝাপড়া ও গভীর আস্থা । এই দেহভঙ্গিটা একেবারে কথাটার প্রতীক যেন ।"
সুস্মিতা নিজেও মেনে নিয়েছেন প্রতীকী মিলের কথা । দেখে নিন ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">