ETV Bharat / sitara

এবার বলিউডে সুস্মিতা কন্যা রেনে - Renee Makes Acting Debut

বাবা-মায়ের সঙ্গে মেয়ের সম্পর্কের কথা তুলে ধরা হবে এই ছবিতে । স্ক্রিনে রেনের মা ও বাবার চরিত্রে অভিনয় করবেন কোমল ছাবরিয়া ও রাহুল ভোরা । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

োে্
োে্
author img

By

Published : Oct 6, 2020, 9:54 AM IST

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম নিয়ে চর্চা আগেও হয়েছে । তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে নেপোটিজ়ম ও ফেভারিটিজ়মের মতো বিষয়গুলি । আর এই পরিস্থিতির মধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন সুস্মিতা সেনের মেয়ে রেনে । পরিচালক কবীর খুরানার পরবর্তী ছবি 'সাট্টাবাজ়ি'-তে দেখা যাবে তাঁকে ।

বাবা-মায়ের সঙ্গে মেয়ের সম্পর্কের কথা তুলে ধরা হবে এই ছবিতে । স্ক্রিনে রেনের মা ও বাবার চরিত্রে অভিনয় করবেন কোমল ছাবরিয়া ও রাহুল ভোরা । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে রিহার্সালের একটি ভিডিয়ো পোস্ট করেন কবীর । সেখানে সংলাপ বলতে দেখা গিয়েছে রেনেকে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "রেনের সঙ্গে পরবর্তী ছবির স্ক্রিপ্ট পড়ছি । ছবির একটি চরিত্রে অভিনয় করবে রেনে ।"

সুশান্তের মৃত্যুর পর রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন স্টার কিডরা । তাঁদের ছবি বয়কটের ডাকও দেওয়া হচ্ছে । সোশাল মিডিয়ায় তাঁদের খুব বেশি পোষ্ট করতেও দেখা যাচ্ছে না । এমনকী, আগের থেকে অনেকটাই কমে গিয়েছে তাঁদের ফলোয়ার সংখ্যাও । আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অভিনয়ে ডেবিউ করতে চলেছেন রেনে । তাঁকেও এখন একই পরিস্থিতির সম্মুখীন হতে হয় কি না সেটাই দেখার ।

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম নিয়ে চর্চা আগেও হয়েছে । তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে নেপোটিজ়ম ও ফেভারিটিজ়মের মতো বিষয়গুলি । আর এই পরিস্থিতির মধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন সুস্মিতা সেনের মেয়ে রেনে । পরিচালক কবীর খুরানার পরবর্তী ছবি 'সাট্টাবাজ়ি'-তে দেখা যাবে তাঁকে ।

বাবা-মায়ের সঙ্গে মেয়ের সম্পর্কের কথা তুলে ধরা হবে এই ছবিতে । স্ক্রিনে রেনের মা ও বাবার চরিত্রে অভিনয় করবেন কোমল ছাবরিয়া ও রাহুল ভোরা । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে রিহার্সালের একটি ভিডিয়ো পোস্ট করেন কবীর । সেখানে সংলাপ বলতে দেখা গিয়েছে রেনেকে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "রেনের সঙ্গে পরবর্তী ছবির স্ক্রিপ্ট পড়ছি । ছবির একটি চরিত্রে অভিনয় করবে রেনে ।"

সুশান্তের মৃত্যুর পর রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন স্টার কিডরা । তাঁদের ছবি বয়কটের ডাকও দেওয়া হচ্ছে । সোশাল মিডিয়ায় তাঁদের খুব বেশি পোষ্ট করতেও দেখা যাচ্ছে না । এমনকী, আগের থেকে অনেকটাই কমে গিয়েছে তাঁদের ফলোয়ার সংখ্যাও । আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অভিনয়ে ডেবিউ করতে চলেছেন রেনে । তাঁকেও এখন একই পরিস্থিতির সম্মুখীন হতে হয় কি না সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.