ETV Bharat / sitara

খেতাব জয়ের 26 বছর.. - সুস্মিতা সেন মিস ইউনিভার্স

মিস ইউনিভার্সের খেতাবজয়ী প্রথম ভারতীয় সুস্মিতা সেন । সেই বিশেষ দিনের 26 বছর পেরিয়ে গেল দেখতে দেখতে । নস্ট্যালজিক সুস্মিতা ।

Sushmita Sen miss universe of 26 years
Sushmita Sen miss universe of 26 years
author img

By

Published : May 21, 2020, 7:20 PM IST

মুম্বই : দিনটা সুস্মিতার জীবন বদলে দিয়েছিল । পুরো পৃথিবীর নজর গিয়ে পড়েছিল তাঁর উপরে । মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার কথাটা শুনে কী অবস্থা হয়েছিল তাঁর ? ভিডিয়ো শেয়ার করলেন সুস্মিতা ।

তাঁর চলার পথে যে সমস্ত মানুষের অবদান রয়েছে, প্রত্যেকের ছবি দিয়ে একটি ভিডিয়ো বানিয়েছেন অভিনেত্রী । সবাইকে ধন্য়বাদ জানিয়েছেন তিনি । শুধু পরিবার, পরিজনদেরই নয়, তাঁর বিপুল সংখ্যক অনুরাগীদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন সুস্মিতা ।

লিখেছেন, "আমার পৃথিবীকে আরও সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ । আপনাদের ভালোবাসাই আমার সবথেকে বড় শক্তি ।" ভিডিয়োয় যেন একটা সিনেমার মতো করে ফুটিয়ে তোলা হয়েছে সুস্মিতার জীবন ।

ইতিমধ্যই ভাইরাল সেই ভিডিয়ো । দেখে নিন...

সুস্মিতার প্রেমের মানুষ রোহমান শলও শুভেচ্ছা জানিয়েছে তাঁকে । লিখেছেন, "26 বছর জান...আমাদের কত গর্বিত করেছিলে তুমি, এখনও করে চলেছ । #Mine" । এত সুন্দর করে ভালোবাসার বহিঃপ্রকাশ আর ক'জনেই বা করতে পারেন ?

রোহমানের পোস্ট রইল আপনাদের জন্য...

মুম্বই : দিনটা সুস্মিতার জীবন বদলে দিয়েছিল । পুরো পৃথিবীর নজর গিয়ে পড়েছিল তাঁর উপরে । মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার কথাটা শুনে কী অবস্থা হয়েছিল তাঁর ? ভিডিয়ো শেয়ার করলেন সুস্মিতা ।

তাঁর চলার পথে যে সমস্ত মানুষের অবদান রয়েছে, প্রত্যেকের ছবি দিয়ে একটি ভিডিয়ো বানিয়েছেন অভিনেত্রী । সবাইকে ধন্য়বাদ জানিয়েছেন তিনি । শুধু পরিবার, পরিজনদেরই নয়, তাঁর বিপুল সংখ্যক অনুরাগীদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন সুস্মিতা ।

লিখেছেন, "আমার পৃথিবীকে আরও সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ । আপনাদের ভালোবাসাই আমার সবথেকে বড় শক্তি ।" ভিডিয়োয় যেন একটা সিনেমার মতো করে ফুটিয়ে তোলা হয়েছে সুস্মিতার জীবন ।

ইতিমধ্যই ভাইরাল সেই ভিডিয়ো । দেখে নিন...

সুস্মিতার প্রেমের মানুষ রোহমান শলও শুভেচ্ছা জানিয়েছে তাঁকে । লিখেছেন, "26 বছর জান...আমাদের কত গর্বিত করেছিলে তুমি, এখনও করে চলেছ । #Mine" । এত সুন্দর করে ভালোবাসার বহিঃপ্রকাশ আর ক'জনেই বা করতে পারেন ?

রোহমানের পোস্ট রইল আপনাদের জন্য...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.