ETV Bharat / sitara

খুনের তত্ত্ব উড়িয়ে ‘ভোলবদল' কেন ? ফরেনসিক প্রধানের কাছে ব্যাখ্যা চাইলেন সুশান্তের দিদি

ইনস্টাগ্রামে ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে শ্বেতা লেখেন, "এই ধরনের ভোলবদলের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে !! কেন ??"

sdg
dsf
author img

By

Published : Oct 6, 2020, 7:31 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহারাষ্ট্র পুলিশের উপর ভরসা রাখতে পারছিলেন না তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি । সেই সময় মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন । সম্প্রতি প্রয়াত অভিনেতার ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার পর AIIMS-এর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত । তাঁকে খুন করা হয়নি । এবার AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তর 'ভোলবদল' নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন শ্বেতা ।

3 অক্টোবর সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করেছিলেন সুধীর গুপ্ত । সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।" যদিও এ নিয়ে CBI-এর তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি ।

তারই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলে সুধীর গুপ্তর পুরোনো কথোপকথন তুলে ধরা হয় । সেখানে মহারাষ্ট্র পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে । অপরাধের জায়গা কেন সঠিকভাবে মহারাষ্ট্র পুলিশ সংরক্ষণ করেনি তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন । এমনকী, কুপার হাসপাতালের রিপোর্ট নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি ।

sda
শ্বেতার পোস্ট

এই কথোপকথন প্রকাশ্যে আসার পরই সুধীর গুপ্তর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হন শ্বেতা । ইনস্টাগ্রামে ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন, "এই ধরনের ভোলবদলের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে !! কেন ??"

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহারাষ্ট্র পুলিশের উপর ভরসা রাখতে পারছিলেন না তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি । সেই সময় মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন । সম্প্রতি প্রয়াত অভিনেতার ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার পর AIIMS-এর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত । তাঁকে খুন করা হয়নি । এবার AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তর 'ভোলবদল' নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন শ্বেতা ।

3 অক্টোবর সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করেছিলেন সুধীর গুপ্ত । সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।" যদিও এ নিয়ে CBI-এর তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি ।

তারই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলে সুধীর গুপ্তর পুরোনো কথোপকথন তুলে ধরা হয় । সেখানে মহারাষ্ট্র পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে । অপরাধের জায়গা কেন সঠিকভাবে মহারাষ্ট্র পুলিশ সংরক্ষণ করেনি তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন । এমনকী, কুপার হাসপাতালের রিপোর্ট নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি ।

sda
শ্বেতার পোস্ট

এই কথোপকথন প্রকাশ্যে আসার পরই সুধীর গুপ্তর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হন শ্বেতা । ইনস্টাগ্রামে ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন, "এই ধরনের ভোলবদলের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে !! কেন ??"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.