মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহারাষ্ট্র পুলিশের উপর ভরসা রাখতে পারছিলেন না তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি । সেই সময় মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন । সম্প্রতি প্রয়াত অভিনেতার ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার পর AIIMS-এর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত । তাঁকে খুন করা হয়নি । এবার AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তর 'ভোলবদল' নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন শ্বেতা ।
3 অক্টোবর সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করেছিলেন সুধীর গুপ্ত । সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।" যদিও এ নিয়ে CBI-এর তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি ।
তারই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলে সুধীর গুপ্তর পুরোনো কথোপকথন তুলে ধরা হয় । সেখানে মহারাষ্ট্র পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে । অপরাধের জায়গা কেন সঠিকভাবে মহারাষ্ট্র পুলিশ সংরক্ষণ করেনি তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন । এমনকী, কুপার হাসপাতালের রিপোর্ট নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি ।
এই কথোপকথন প্রকাশ্যে আসার পরই সুধীর গুপ্তর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হন শ্বেতা । ইনস্টাগ্রামে ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন, "এই ধরনের ভোলবদলের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে !! কেন ??"