মুম্বই : সুশান্তের মৃত্যুর সমস্ত দায় যখন রিয়া চক্রবর্তীর উপর চাপিয়ে দিচ্ছে সোশাল মিডিয়া, তখনই শোনা গেল যে, সুশান্তের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্কও ভালো ছিল না । এটাও শোনা যায় যে, অভিনেতার ড্রাগ নেওয়ার খবর জানতেন তাঁর দিদিরা । তবে এসব মিথ্যে বলে ওড়ালেন সুশান্তের আত্মীয় নূতন সিং ।
নূতন হলেন সুশান্তের দাদা এবং BJP MLA নীরজ কুমার সিং বাবলুর স্ত্রী । তিনি নিজের সোশাল মিডিয়ার আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন ।
নূতন লিখেছেন, "পরিবারের উপর যেভাবে দোষারোপ করা হচ্ছে, আমি তার তীব্র নিন্দা করছি । সুশান্তের সঙ্গে ওঁর পরিবারের সম্পর্ক খুব ভালো ছিল । কারও সঙ্গে কোনও ঝামেলা ছিল না সুশান্তের ।"
তাহলে কোন থিওরিটা সত্যি ? দোটানায় নেটিজেনরা । তবে এটা পরিষ্কার যে, নূতন আসলে রিয়ার তোলা সমস্ত অভিযোগ ওড়াতে চাইলেন । যদিও তিনি রিয়ার কোনও নাম নেননি ।