ETV Bharat / sitara

ক্ষমা চান, শিবসেনা নেতাকে আইনি নোটিস সুশান্তের দাদার - legal notice sanjay Raut

আপত্তিকর মন্তব্যের জন্য সঞ্জয় রাউতকে আইনি নোটিস পাঠালেন সুশান্তের তুতো ভাই ও BJP বিধায়ক নীরজ কুমার বাবলু । ওই নোটিসে সঞ্জয়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে ।

asd
asd
author img

By

Published : Aug 12, 2020, 7:08 PM IST

পটনা : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় প্রতিদিনই সামনে আসছে কোনও না কোনও নতুন তথ্য । কয়েকদিন আগে সুশান্তের সঙ্গে তাঁর বাবা কৃষ্ণ কুমার সিংয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত । এছাড়াও একাধিক মন্তব্য করেছিলেন তিনি । এই মন্তব্যের প্রেক্ষিতে এবার সঞ্জয়কে আইনি নোটিস পাঠালেন সুশান্তের তুতো ভাই ও BJP বিধায়ক নীরজ কুমার বাবলু । ওই নোটিসে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে ।

কয়েকদিন আগে সংবাদমাধ্যমের সামনে সঞ্জয় বলেন, "বাবার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে খুশি ছিলেন না সুশান্ত । সেই বিয়েকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় ।"

যদিও শিবসেনা নেতার এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন নীরজ কুমারের আইনজীবী বিরেন্দ্র কুমার ঝা । তিনি বলেন, "সঞ্জয় রাউত যে মন্তব্যগুলি করেছেন তা মিথ্যে ও পুরোপুরি ভিত্তিহীন । তার প্রেক্ষিতেই তাঁকে ইমেলের মাধ্যমে আইনি নোটিস পাঠানো হয়েছে । পাশাপাশি ওই ধরনের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে ।"

এ প্রসঙ্গে নীরজ কুমার বলেন, "48 ঘণ্টার মধ্যে যদি শিবসেনা নেতা প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব । কারণ তিনি যে মন্তব্য করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যে । রাজনৈতিক চাপে পড়েই এই মন্তব্য করছেন তিনি । তাই তাঁকে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে ।"

এদিকে 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । এরপর এই মামলা বিহার থেকে মুম্বইয়ে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া । গতকাল ছিল এই মামলার শুনানি । দীর্ঘ সওয়াল জবাবের পর গতকাল রায়দান স্থগিত রাখেন বিচারপতি । পরবর্তী শুনানি 13 অগাস্ট ।

যদিও শুনানি শুরুর আগে গতকাল সকালে একটি টুইট করেছিলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি । তিনি লেখেন, "সবাই প্রার্থনা করুন যাতে সুপ্রিম কোর্ট ইতিবাচক রায়দান করে ।" তার পালটা টুইটে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে লেখেন, "সব সময় দিদি, প্রার্থনা ও ইতিবাচকতা ।"

পটনা : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় প্রতিদিনই সামনে আসছে কোনও না কোনও নতুন তথ্য । কয়েকদিন আগে সুশান্তের সঙ্গে তাঁর বাবা কৃষ্ণ কুমার সিংয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত । এছাড়াও একাধিক মন্তব্য করেছিলেন তিনি । এই মন্তব্যের প্রেক্ষিতে এবার সঞ্জয়কে আইনি নোটিস পাঠালেন সুশান্তের তুতো ভাই ও BJP বিধায়ক নীরজ কুমার বাবলু । ওই নোটিসে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে ।

কয়েকদিন আগে সংবাদমাধ্যমের সামনে সঞ্জয় বলেন, "বাবার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে খুশি ছিলেন না সুশান্ত । সেই বিয়েকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় ।"

যদিও শিবসেনা নেতার এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন নীরজ কুমারের আইনজীবী বিরেন্দ্র কুমার ঝা । তিনি বলেন, "সঞ্জয় রাউত যে মন্তব্যগুলি করেছেন তা মিথ্যে ও পুরোপুরি ভিত্তিহীন । তার প্রেক্ষিতেই তাঁকে ইমেলের মাধ্যমে আইনি নোটিস পাঠানো হয়েছে । পাশাপাশি ওই ধরনের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে ।"

এ প্রসঙ্গে নীরজ কুমার বলেন, "48 ঘণ্টার মধ্যে যদি শিবসেনা নেতা প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব । কারণ তিনি যে মন্তব্য করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যে । রাজনৈতিক চাপে পড়েই এই মন্তব্য করছেন তিনি । তাই তাঁকে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে ।"

এদিকে 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । এরপর এই মামলা বিহার থেকে মুম্বইয়ে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া । গতকাল ছিল এই মামলার শুনানি । দীর্ঘ সওয়াল জবাবের পর গতকাল রায়দান স্থগিত রাখেন বিচারপতি । পরবর্তী শুনানি 13 অগাস্ট ।

যদিও শুনানি শুরুর আগে গতকাল সকালে একটি টুইট করেছিলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি । তিনি লেখেন, "সবাই প্রার্থনা করুন যাতে সুপ্রিম কোর্ট ইতিবাচক রায়দান করে ।" তার পালটা টুইটে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে লেখেন, "সব সময় দিদি, প্রার্থনা ও ইতিবাচকতা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.