মুম্বই : সুশান্তের ছবি দেওয়া বিলবোর্ড দেখা গেছিল হলিউডের রাস্তায় । 'জাস্টিস ফর সুশান্ত'-এর দাবি জানিয়েছিলেন হলিউডবাসী । খবরটি শেয়ার করেছিলেন উচ্ছ্বসিত শ্বেতা (সুশান্তের দিদি) । তবে সম্প্রতি সেই বিলবোর্ড উধাও । এই খবরটিও জানালেন শ্বেতাই । তবে এবার ক্ষুব্ধ হয়ে ।
ইনস্টাগ্রামে একটি স্ন্যাপশট শেয়ার করেছেন কীর্তি । অ্যামেরিকান বিলবোর্ড কম্পানির সঙ্গে তাঁর কথোপকথনের স্ন্যাপশট সেটি ।
বিলবোর্ড কম্পানির তরফ থেকে জানানো হয়েছে, "আমাদের টিম প্রথমে জানত না ক্যাম্পেনটি কীসের, প্রথমে সেই রিসার্চ করা হয়নি । এখন টিমের মনে হয়েছে যে, এটি সুশান্তের সঙ্গে 'যুক্ত' মহিলাটির ভাবমূর্তি নষ্ট করার একটা ক্যাম্পেন ।"
এখানে 'মহিলা' বলতে সম্ভবত রিয়া চক্রবর্তীকেই বোঝানো হয়েছে । এবং 'স্মিয়ার ক্যাম্পেন' বলতে রিয়ার বিরুদ্ধে করা FIR-এর কথাই বোঝানো হয়েছে, যে FIR-এ রিয়াকেই সুশান্তের মৃত্যুর অন্যতম কারণ বলে দাবি করা হয়েছে ।
কম্পানির এই বক্তব্যের পর উত্তরে কী বলেছেন শ্বেতা ? দেখে নিন তাঁর পোস্ট...