ETV Bharat / sitara

সুশান্তের পা ভাঙা, ঘাড়ে ছিল সূচ ফোটানোর দাগ : হাসপাতাল কর্মী - Sushant Singh Rajput suicide

সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে একাধিক তদন্তকারী সংস্থা । এরই মধ্যে সামনে এসেছে কুপার হাসপাতালের এক কর্মীর সাক্ষাৎকার । অভিনেতাকে খুন করা হয়েছে বলে সেখানে দাবি করেন তিনি ।

df
fsd
author img

By

Published : Aug 30, 2020, 6:50 PM IST

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । যদিও তিনি যে আত্মহত্যা করেছেন একথা মানতে রাজি নন তাঁর অনুরাগী থেকে শুরু করে ঘনিষ্ঠরা । তাঁদের মতে, এর পিছনে বড় কোনও চক্রান্ত রয়েছে । আসলে সুশান্তকে খুনই করা হয়েছে । তাঁর মৃত্যু রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে একাধিক তদন্তকারী সংস্থা । এরই মধ্যে সামনে এসেছে কুপার হাসপাতালের এক কর্মীর সাক্ষাৎকার ।

সুশান্তকে খুন করা হয়েছে এর প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও যুক্তি বা প্রমাণ দিতে পারেননি তদন্তকারীরা । চলছে জিজ্ঞাসাবাদ । আর যতদি যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য । সামনে আসছে একের পর এক নতুন তথ্য । এভাবেই সামনে এসেছে হাসপাতাল কর্মীর ওই সাক্ষাৎকার ।

কয়েকদিন আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন ওই ব্যক্তি । সেখানে তিনি বলেন, "সুশান্তের দেহ একেবারে হলুদ হয়ে গিয়েছিল এবং গলার কাছে সূচ ফোটানোর মতো একাধিক দাগ ছিল । শুধু তাই নয়, যখন সুশান্তের দেহ মর্গে আনা হয় তখন তাঁর পা ভাঙা ছিল । তা সোজা করা যাচ্ছিল না ।" এই সবকিছুর জন্যই তাঁর মনে হয় সুশান্তকে খুন করা হয়েছিল । এমনকী, ময়নাতদন্তের সময় চিকিৎসকরাও খুনের কথাই বলাবলি করছিলেন বলে দাবি করেন তিনি ।

এই সাক্ষাৎকার টুইটারে শেয়ার করেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি । তার ক্যাপশনে তিনি লেখেন, "হে ঈশ্বর !! এ ধরনের খবর আমার মন একাধিকবার ভেঙে দিচ্ছে যাচ্ছে... ওরা কী করেছে আমার ভাইয়ের সঙ্গে । দয়া করে, দয়া করে ওদের গ্রেপ্তার করুন ।" এরই সঙ্গে হ্যাশ ট্যাগে লেখেন, 'অ্যারেস্টকালপ্রিটসঅফসুশান্ত'।

sfd
শ্বেতা সিং কীর্তির পোস্ট

এই মুহূর্তে এই ঘটনার তদন্ত শুরু করেছে CBI । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক ও সহকারী স্যামুয়েল মিরান্ডা, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নীরজ সিং, পরিচারক দীপেশ সাওয়ান্ত, রিয়া ও সুশান্তের অ্যাকাউন্ট্যান্টদের ।

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । যদিও তিনি যে আত্মহত্যা করেছেন একথা মানতে রাজি নন তাঁর অনুরাগী থেকে শুরু করে ঘনিষ্ঠরা । তাঁদের মতে, এর পিছনে বড় কোনও চক্রান্ত রয়েছে । আসলে সুশান্তকে খুনই করা হয়েছে । তাঁর মৃত্যু রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে একাধিক তদন্তকারী সংস্থা । এরই মধ্যে সামনে এসেছে কুপার হাসপাতালের এক কর্মীর সাক্ষাৎকার ।

সুশান্তকে খুন করা হয়েছে এর প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও যুক্তি বা প্রমাণ দিতে পারেননি তদন্তকারীরা । চলছে জিজ্ঞাসাবাদ । আর যতদি যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য । সামনে আসছে একের পর এক নতুন তথ্য । এভাবেই সামনে এসেছে হাসপাতাল কর্মীর ওই সাক্ষাৎকার ।

কয়েকদিন আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন ওই ব্যক্তি । সেখানে তিনি বলেন, "সুশান্তের দেহ একেবারে হলুদ হয়ে গিয়েছিল এবং গলার কাছে সূচ ফোটানোর মতো একাধিক দাগ ছিল । শুধু তাই নয়, যখন সুশান্তের দেহ মর্গে আনা হয় তখন তাঁর পা ভাঙা ছিল । তা সোজা করা যাচ্ছিল না ।" এই সবকিছুর জন্যই তাঁর মনে হয় সুশান্তকে খুন করা হয়েছিল । এমনকী, ময়নাতদন্তের সময় চিকিৎসকরাও খুনের কথাই বলাবলি করছিলেন বলে দাবি করেন তিনি ।

এই সাক্ষাৎকার টুইটারে শেয়ার করেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি । তার ক্যাপশনে তিনি লেখেন, "হে ঈশ্বর !! এ ধরনের খবর আমার মন একাধিকবার ভেঙে দিচ্ছে যাচ্ছে... ওরা কী করেছে আমার ভাইয়ের সঙ্গে । দয়া করে, দয়া করে ওদের গ্রেপ্তার করুন ।" এরই সঙ্গে হ্যাশ ট্যাগে লেখেন, 'অ্যারেস্টকালপ্রিটসঅফসুশান্ত'।

sfd
শ্বেতা সিং কীর্তির পোস্ট

এই মুহূর্তে এই ঘটনার তদন্ত শুরু করেছে CBI । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক ও সহকারী স্যামুয়েল মিরান্ডা, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নীরজ সিং, পরিচারক দীপেশ সাওয়ান্ত, রিয়া ও সুশান্তের অ্যাকাউন্ট্যান্টদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.