মুম্বই : সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা' । ছবিটির মুক্তি নিয়ে কয়েকদিন ধরেই অনেক প্রশ্ন শোনা যাচ্ছিল । অবশেষে এল উত্তর । 24 জুলাই ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে 'দিল বেচারা' ।
ছবির পরিচালক মুকেশ ছাবড়া বলেন, "আমার প্রথম পরিচালিত ছবিতে সুশান্ত শুধু হিরোই নয়, আমার সমস্ত সমস্যার উদ্ধারকর্তাও বটে । 'কাই পো চে' থেকে 'দিল বেচারা', পুরো জার্নিটায় আমরা খুব ক্লোজ় ছিলাম ।"
জন গ্রিনের লেখা 'দ্য ফল্ট ইন আউয়ার স্টারস' উপন্যাস অবলম্বনে 'দিল বেচারা' । এই গল্প নিয়ে হলিউডে একটি ফিল্মও তৈরি হয়েছিল, নাম ছিল 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' । সুশান্তের বিপরীতে এই ছবিতে দেখা যাবে সঞ্জনা সাঙ্ঘিকে ।
সুশান্তের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি মুকেশ । বললেন, "ও প্রমিস করেছিল যে, আমার প্রথম ছবিতে ও থাকবে । আমরা অনেক পরিকল্পনা করেছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম । তবে এটা ভাবিনি যে, রিলিজ়ের আগে ও আমায় একা করে চলে যাবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শোনা যাচ্ছে ছবিটিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে । সংগীত পরিচালক A.R. রহমান ।
ছবির মুক্তি নিয়ে খুশি হলেও, টিমের কেউই এটা ভুলতে পারছেন না যে, সুশান্ত নেই এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ।