ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুতে শোকস্তবদ্ধ ফ্যান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

নালন্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুতের এক ফ্যান ।

Sushant Singn Rajput fan commits suicide
Sushant Singn Rajput fan commits suicide
author img

By

Published : Jun 16, 2020, 6:10 PM IST

বিহার : সুশান্তের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ । তাঁর ফ্যানেদের অনেকেই মেনে নিতে পারছেন না তাঁর মৃত্যু । এতটাই শক পেয়েছেন সেই গুণমুগ্ধরা যে, নিজের জীবন শেষ করে দিতে দু'বার ভাবছেন না তাঁরা ।

নালন্দার লোধিপুর গ্রামে চণ্ডী থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । গৌতম কুমার নামে এক ছাত্র নিজের জীবনে ইতি টানলেন, শুধুমাত্র সুশান্তের মৃত্যু সহ্য করতে না পেরে ।

আজ অর্থাৎ 16 জুন সকালে তাঁর আন্ডার কন্সট্রাকশন বাড়িতে গিয়ে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন গৌতম । সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি ।

কয়েক ঘণ্টা পর গৌতমের বাড়ির লোকজন তাঁকে নিয়ে চিন্তা করতে শুরু করেন । খারাপ কিছু হতে পারে সেই আন্দাজ করে তাঁরা সেই আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে গিয়ে খুঁজতে শুরু করেন । আর ঘরের দরজা খুলেই শকে পাথর হয়ে যান তাঁরা ।

Sushant Singn Rajput fan commits suicide
.

গৌতমের বাবা জানিয়েছেন যে, সুশান্তের মৃত্যুর খবর শুনে খুবই ভেঙে পড়েছিলেন তাঁর ছেলে । কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি তাঁর প্রিয় অভিনেতার মৃত্যু । আত্মহত্যার কিছু আগে সুশান্ত অভিনীত 'M S ধোনি : দ্য আনটোল্ড স্টোরি' ছবিটি দেখেন গৌতম । আর তারপরেই এই কাণ্ড !

বিহারের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গৌতমের মৃতদেহ, সেখানেই পোস্টমর্টেম হবে তাঁর । আজ বিহারের আরও এক ফ্যান নিজের জীবনকে শেষ করে দিয়েছেন, সুশান্তের শোকে ।

বিহার : সুশান্তের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ । তাঁর ফ্যানেদের অনেকেই মেনে নিতে পারছেন না তাঁর মৃত্যু । এতটাই শক পেয়েছেন সেই গুণমুগ্ধরা যে, নিজের জীবন শেষ করে দিতে দু'বার ভাবছেন না তাঁরা ।

নালন্দার লোধিপুর গ্রামে চণ্ডী থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । গৌতম কুমার নামে এক ছাত্র নিজের জীবনে ইতি টানলেন, শুধুমাত্র সুশান্তের মৃত্যু সহ্য করতে না পেরে ।

আজ অর্থাৎ 16 জুন সকালে তাঁর আন্ডার কন্সট্রাকশন বাড়িতে গিয়ে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন গৌতম । সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি ।

কয়েক ঘণ্টা পর গৌতমের বাড়ির লোকজন তাঁকে নিয়ে চিন্তা করতে শুরু করেন । খারাপ কিছু হতে পারে সেই আন্দাজ করে তাঁরা সেই আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে গিয়ে খুঁজতে শুরু করেন । আর ঘরের দরজা খুলেই শকে পাথর হয়ে যান তাঁরা ।

Sushant Singn Rajput fan commits suicide
.

গৌতমের বাবা জানিয়েছেন যে, সুশান্তের মৃত্যুর খবর শুনে খুবই ভেঙে পড়েছিলেন তাঁর ছেলে । কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি তাঁর প্রিয় অভিনেতার মৃত্যু । আত্মহত্যার কিছু আগে সুশান্ত অভিনীত 'M S ধোনি : দ্য আনটোল্ড স্টোরি' ছবিটি দেখেন গৌতম । আর তারপরেই এই কাণ্ড !

বিহারের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গৌতমের মৃতদেহ, সেখানেই পোস্টমর্টেম হবে তাঁর । আজ বিহারের আরও এক ফ্যান নিজের জীবনকে শেষ করে দিয়েছেন, সুশান্তের শোকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.