ETV Bharat / sitara

আত্মহত্যা নয়, সুশান্তকে হত্যা করা হয়েছে..বিশ্বাস পরিবারের - সুশান্ত সিং রাজপুতের খবর

এমনই বললেন সিং পরিবারের আইনজীবী বিকাশ সিং । গতকাল অর্থাৎ 2 সেপ্টেম্বর একটি প্রেস কনফারেন্সে বিকাশ বলেন যে, সুশান্তের পরিবার বিশ্বাস করে যে, এই মৃত্যুটা একটা হত্যাও হতে পারে ।

sushant singh rajput latest news
sushant singh rajput latest news
author img

By

Published : Sep 3, 2020, 5:57 PM IST

মুম্বই : সুশান্ত মামলার এখনও কোনও কিনারা হয়নি । মূল অভিযুক্ত রিয়ার বিরুদ্ধেও এখনও কোনও পোক্ত প্রমাণ পায়নি CBI । তবে তদন্ত যেদিকে এগোচ্ছে, তাতে সিং পরিবারে একটি ধারণা দানা বাঁধছে । তাঁরা মনে করছেন যে, এই মৃত্যুটা একটি হত্যাও হতে পারে ।

সম্প্রতি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে সিং পরিবারের লিগাল টিম । সুশান্ত আর তাঁর পরিবারের সম্পর্কে যে সমস্ত গুজব ছড়াচ্ছে কয়েকদিন ধরে, সেই প্রসঙ্গে পরিষ্কার কথা বলার জন্যই ছিল এই কনফারেন্স । শোনা যাচ্ছিল যে, সুশান্তের ডিপ্রেশন এবং মাদকাসক্তির কথা আগে থেকেই জানতেন তাঁর বাড়ির লোকজন । পরিবারের সঙ্গে নাকি সম্পর্কও খুব একটা ভালো ছিল না অভিনেতার । সেই অভিযোগ একেবারে মিথ্যে, জানান বিকাশ ।

সঙ্গে তিনি এটাও বলেন যে, CBI-এর তদন্ত যেদিকে এগোচ্ছে, তাতে তাঁরা মনে করছেন যে এটা একটা পরিকল্পিত খুনও হতে পারে । তবে এখনই এটা নিয়ে কোনও মন্তব্য করতে চায় না সিং পরিবার । বরং CBI-এর উপর আস্থা রাখতে চান তাঁরা । দেরি হওয়া সত্ত্বেও

শুনে নিন বিকাশ সিংয়ের বক্তব্য...

দেখুন ভিডিয়ো..

মুম্বই : সুশান্ত মামলার এখনও কোনও কিনারা হয়নি । মূল অভিযুক্ত রিয়ার বিরুদ্ধেও এখনও কোনও পোক্ত প্রমাণ পায়নি CBI । তবে তদন্ত যেদিকে এগোচ্ছে, তাতে সিং পরিবারে একটি ধারণা দানা বাঁধছে । তাঁরা মনে করছেন যে, এই মৃত্যুটা একটি হত্যাও হতে পারে ।

সম্প্রতি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে সিং পরিবারের লিগাল টিম । সুশান্ত আর তাঁর পরিবারের সম্পর্কে যে সমস্ত গুজব ছড়াচ্ছে কয়েকদিন ধরে, সেই প্রসঙ্গে পরিষ্কার কথা বলার জন্যই ছিল এই কনফারেন্স । শোনা যাচ্ছিল যে, সুশান্তের ডিপ্রেশন এবং মাদকাসক্তির কথা আগে থেকেই জানতেন তাঁর বাড়ির লোকজন । পরিবারের সঙ্গে নাকি সম্পর্কও খুব একটা ভালো ছিল না অভিনেতার । সেই অভিযোগ একেবারে মিথ্যে, জানান বিকাশ ।

সঙ্গে তিনি এটাও বলেন যে, CBI-এর তদন্ত যেদিকে এগোচ্ছে, তাতে তাঁরা মনে করছেন যে এটা একটা পরিকল্পিত খুনও হতে পারে । তবে এখনই এটা নিয়ে কোনও মন্তব্য করতে চায় না সিং পরিবার । বরং CBI-এর উপর আস্থা রাখতে চান তাঁরা । দেরি হওয়া সত্ত্বেও

শুনে নিন বিকাশ সিংয়ের বক্তব্য...

দেখুন ভিডিয়ো..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.