ETV Bharat / sitara

প্রথমে ‘বাথরোব বেল্ট’ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুশান্ত ? - Sushant Singh Rajput house

পুলিশের অনুমান, সুশান্ত প্রথমটায় এই ‘বাথরোব বেল্ট’ দিয়েই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন । পরে সেটি ছিঁড়ে যাওয়ায় ওড়না নেন গলায় ফাঁস দেওয়ার জন্য।

author img

By

Published : Jun 28, 2020, 8:02 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু জট খুলতে মরিয়া পুলিশ । কী কারণে অভিনেতা এতবড় একটা সিদ্ধান্ত নিলেন সেটাই জানার চেষ্টা করছেন তাঁরা । জারি রয়েছে তদন্ত । আর এর মধ্যেই সামনে এল একটা নতুন তথ্য । সূত্রের খবর, প্রথমে নাকি ‘বাথরোব বেল্ট’ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুশান্ত ।

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সূত্রের খবর, ঘটনাস্থানে পুলিশ পৌঁছলে যে ঘরে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেখানেই পাওয়া গিয়েছিল একটি ‘বাথরোব বেল্ট’। যেটি মেঝেতে দু’টুকরো হয়ে পড়েছিল । আর সুশান্তের দেহ তখন বিছানায় । উপরে ঝুলছে ফাঁস লাগানো একটি ওড়না । পুলিশের অনুমান, সুশান্ত প্রথমটায় এই ‘বাথরোব বেল্ট’ দিয়েই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন । পরে সেটি ছিঁড়ে যাওয়ায় ওড়না নেন গলায় ফাঁস দেওয়ার জন্য।

ইতিমধ্যেই সামনে এসেছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । সেই রিপোর্ট অনুযায়ী, তিনি আত্মহত্যা করেছেন বলেই জানিয়েছে পুলিশ । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । জারি রয়েছে তদন্ত । অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই পরিচালক মুকেশ ছাবড়া, রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী সহ 27 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । অভিনেতার ফোন, ল্যাপটপ, ডায়েরি ও টুইটার অ্যাকাউন্টও খতিয়ে দেখছে পুলিশ ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু জট খুলতে মরিয়া পুলিশ । কী কারণে অভিনেতা এতবড় একটা সিদ্ধান্ত নিলেন সেটাই জানার চেষ্টা করছেন তাঁরা । জারি রয়েছে তদন্ত । আর এর মধ্যেই সামনে এল একটা নতুন তথ্য । সূত্রের খবর, প্রথমে নাকি ‘বাথরোব বেল্ট’ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুশান্ত ।

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । সূত্রের খবর, ঘটনাস্থানে পুলিশ পৌঁছলে যে ঘরে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেখানেই পাওয়া গিয়েছিল একটি ‘বাথরোব বেল্ট’। যেটি মেঝেতে দু’টুকরো হয়ে পড়েছিল । আর সুশান্তের দেহ তখন বিছানায় । উপরে ঝুলছে ফাঁস লাগানো একটি ওড়না । পুলিশের অনুমান, সুশান্ত প্রথমটায় এই ‘বাথরোব বেল্ট’ দিয়েই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন । পরে সেটি ছিঁড়ে যাওয়ায় ওড়না নেন গলায় ফাঁস দেওয়ার জন্য।

ইতিমধ্যেই সামনে এসেছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । সেই রিপোর্ট অনুযায়ী, তিনি আত্মহত্যা করেছেন বলেই জানিয়েছে পুলিশ । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । জারি রয়েছে তদন্ত । অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই পরিচালক মুকেশ ছাবড়া, রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী সহ 27 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । অভিনেতার ফোন, ল্যাপটপ, ডায়েরি ও টুইটার অ্যাকাউন্টও খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.