মুম্বই : সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'-তে অভিনয় করেছেন । সেই সঞ্জনা সাংঘি মুম্বই থেকে দিল্লিতে নিজের বাড়ি যাওয়ার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন । যেখানে মুম্বই ফিরতে না পারেন বলে ইঙ্গিত দেন তিনি ।
মুম্বই এয়ারপোর্টে তোলা একটি সেলফি পোস্ট করে তিনি লেখেন, "খুদা হাফিজ়, মুম্বই । চার মাস পর তোমার দেখা পেলাম । আমি দিল্লি চললাম । রাস্তা কিছুটা আলাদা লাগল, শুনশান ছিল । হয়তো আমার মনে যা দুঃখ আছে তা আমার দৃষ্টিতে বদল এনেছে । হয়তো তোমারও কিছু দুঃখ রয়েছে । দেখা হবে ? তাড়াতাড়ি । হয়তো নাও হতে পারে ।"
সুশান্তের মৃত্যুর পর ভেঙে পড়েছিল সঞ্জনা । মঙ্গলবার বান্দ্রা পুলিশ স্টেশনে তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে । এর আগে একটি ভিডিয়োতে 'দিল বেচারা'-য় সুশান্তের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি ।