ETV Bharat / sitara

সুশান্তের আত্মহত্যা মামলায় ডাকা হবে না সলমনকে ? নিরুত্তর পুলিশ

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় কি সলমন খানকে জিজ্ঞাসাবাদ করবে না পুলিশ ? খোঁজ নিল ETV ভারত ।

Salman Khan on to be summoned by police
Salman Khan on to be summoned by police
author img

By

Published : Jul 15, 2020, 8:54 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় নাম জড়িয়েছে সলমন খানের । তাঁর বিরুদ্ধে বিহারের মুজ়ফ্ফরপুরে FIR দায়ের হয়েছে । কিন্তু, জিজ্ঞাসাবাদ করতে কবে ডাকা হবে সলমনকে ? নিরুত্তর রইল মুম্বই পুলিশ ।

ETV ভারত যোগাযোগ করে পুলিশের সঙ্গে । জানতে চাওয়া হয় যে, কবে সলমনকে তলব করা হবে । কিন্তু, কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দিতে রাজি হন না তাঁরা । তাহলে কি ভাইজানকে আদৌ ডাকা হবে না ? প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে ।

সুশান্তের আত্মহত্যা মামলায় সঞ্জয়লীলা বনসালীকে 6 জুলাই জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ । অভিনেতার অবসাদের পিছনে প্রকৃত কারণগুলোর খোঁজ করতেই পরিচালককে তলব করেন তাঁরা ।

আরও পড়ুন : সুশান্তকে 4টি ছবির প্রস্তাব দিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন সঞ্জয়লীলা

সেখান থেকে জানা যায় যে, সুশান্তকে চারটি ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছিলেন সঞ্জয় । তার মধ্যে রয়েছে 'গলিয়োঁ কি রাসলীলা : রামলীলা', 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত'-এর মতো ছবি । কিন্তু, অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এই ছবিগুলি করতে পারেননি সুশান্ত ।

এখনও অবধি 35 জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ । তবে এখনও কোনও সুরাহা হয়নি সেভাবে । শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কেস যাবে CBI-এর কাছে ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় নাম জড়িয়েছে সলমন খানের । তাঁর বিরুদ্ধে বিহারের মুজ়ফ্ফরপুরে FIR দায়ের হয়েছে । কিন্তু, জিজ্ঞাসাবাদ করতে কবে ডাকা হবে সলমনকে ? নিরুত্তর রইল মুম্বই পুলিশ ।

ETV ভারত যোগাযোগ করে পুলিশের সঙ্গে । জানতে চাওয়া হয় যে, কবে সলমনকে তলব করা হবে । কিন্তু, কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দিতে রাজি হন না তাঁরা । তাহলে কি ভাইজানকে আদৌ ডাকা হবে না ? প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে ।

সুশান্তের আত্মহত্যা মামলায় সঞ্জয়লীলা বনসালীকে 6 জুলাই জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ । অভিনেতার অবসাদের পিছনে প্রকৃত কারণগুলোর খোঁজ করতেই পরিচালককে তলব করেন তাঁরা ।

আরও পড়ুন : সুশান্তকে 4টি ছবির প্রস্তাব দিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন সঞ্জয়লীলা

সেখান থেকে জানা যায় যে, সুশান্তকে চারটি ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছিলেন সঞ্জয় । তার মধ্যে রয়েছে 'গলিয়োঁ কি রাসলীলা : রামলীলা', 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত'-এর মতো ছবি । কিন্তু, অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এই ছবিগুলি করতে পারেননি সুশান্ত ।

এখনও অবধি 35 জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ । তবে এখনও কোনও সুরাহা হয়নি সেভাবে । শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কেস যাবে CBI-এর কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.