ETV Bharat / sitara

"সুশান্তের মৃত্যুর তদন্তে CBI-এর প্রয়োজন নেই", জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

author img

By

Published : Jul 18, 2020, 12:06 PM IST

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত বেশ ভালোভাবেই করছে মুম্বই পুলিশ । তাঁর মৃত্যুর তদন্তে CBI-এর কোনও প্রয়োজন নেই ।

Sushant Singh Rajput cabinet minister
Sushant Singh Rajput cabinet minister

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার CBI-কে দেওয়া হোক, বহুদিন ধরে এই দাবি জানিয়ে চলেছেন তাঁর অনুরাগীরা । কয়েকদিন আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও এক আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে । আরও বেশ কয়েকজন সেলেব্রিটির গলাতেও শোনা গেছে একই সুর । তবে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের অন্য মত ।

PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অনিল বলেন, "এই মামলার নিষ্পত্তির জন্য মুম্বই পুলিশই যথেষ্ট । CBI-কে তদন্তভার দেওয়ার কোনও প্রয়োজন দেখছি না । মুম্বই পুলিশ দক্ষ এবং তৎপর ।"

তিনি আরও বলেন যে, এই মামলায় পেশাগত রেষারেষির দিকটাও খতিয়ে দেখছে মুম্বই পুলিশ । যদিও এখনও পর্যন্ত কোনও চক্রান্তের বিষয় সামনে আসেনি, জানান দেশমুখ ।

শুনে নিন তাঁর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো..

14 জুন সুশান্তের মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে মুম্বই পুলিশ । তারপর থেকে দেশ তোলপাড় । একদিকে ইন্ডাস্ট্রিতে নেপোটিজ়ম নিয়ে চলছে জোর চর্চা, তার উপর সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও গাঢ় হচ্ছে সন্দেহ । একাধিক বলিউড প্রভাবশালীর নাম জড়িয়েছে এই কেসে । তাঁদের এক এক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । তবে এখনও অবধি কোনও কিনারা হয়নি ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার CBI-কে দেওয়া হোক, বহুদিন ধরে এই দাবি জানিয়ে চলেছেন তাঁর অনুরাগীরা । কয়েকদিন আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও এক আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে । আরও বেশ কয়েকজন সেলেব্রিটির গলাতেও শোনা গেছে একই সুর । তবে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের অন্য মত ।

PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অনিল বলেন, "এই মামলার নিষ্পত্তির জন্য মুম্বই পুলিশই যথেষ্ট । CBI-কে তদন্তভার দেওয়ার কোনও প্রয়োজন দেখছি না । মুম্বই পুলিশ দক্ষ এবং তৎপর ।"

তিনি আরও বলেন যে, এই মামলায় পেশাগত রেষারেষির দিকটাও খতিয়ে দেখছে মুম্বই পুলিশ । যদিও এখনও পর্যন্ত কোনও চক্রান্তের বিষয় সামনে আসেনি, জানান দেশমুখ ।

শুনে নিন তাঁর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো..

14 জুন সুশান্তের মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে মুম্বই পুলিশ । তারপর থেকে দেশ তোলপাড় । একদিকে ইন্ডাস্ট্রিতে নেপোটিজ়ম নিয়ে চলছে জোর চর্চা, তার উপর সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও গাঢ় হচ্ছে সন্দেহ । একাধিক বলিউড প্রভাবশালীর নাম জড়িয়েছে এই কেসে । তাঁদের এক এক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । তবে এখনও অবধি কোনও কিনারা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.