ETV Bharat / sitara

সুশান্ত আত্মহত্যা মামলা : বান্দ্রা থানায় যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া - আদিত্য চোপড়ার খবর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে তলব মুম্বই পুলিশের । রেকর্ড করা হল প্রযোজক-পরিচালকের স্টেটমেন্ট ।

Producer Aditya chopra statement recorded
Producer Aditya chopra statement recorded
author img

By

Published : Jul 18, 2020, 2:12 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় আজ অর্থাৎ 18 জুলাই যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার স্টেটমেন্ট রেকর্ড করল মুম্বই পুলিশ । আজ সকালবেলা বান্দ্রা পুলিশ স্টেশন যান আদিত্য ।

এর আগে যশরাজ ফিল্মসের (YRF) সঙ্গে সুশান্তের চুক্তিপত্র খতিয়ে দেখেছে পুলিশ । ডাকা হয়েছে YRF-এর কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে । শোনা গেছে যে, সুশান্তের সঙ্গে তিনটি ছবির চুক্তি হয়েছিল এই বিখ্যাত প্রযোজনা সংস্থার ।

রিপোর্ট বলছে, সুশান্তকে প্রথম ছবির জন্য 30 লাখ, দ্বিতীয় ছবির জন্য 60 লাখ এবং তৃতীয় ছবির জন্য এক কোটি টাকা দেওয়ার কথা ছিল YRF-এর । তবে দ্বিতীয় ছবি হিট হলে তবেই তৃতীয় ছবি করার কথা ছিল সুশান্তের । এবং দ্বিতীয় ছবি হিট হয়েছে কিনা, সেটা নির্ধারণ করার স্বত্ব ছিল YRF-এরই ।

আরও পড়ুন : সুশান্তের আত্মহত্যা মামলায় যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টরকে তলব পুলিশের

2013 সালে YRF-এর সঙ্গে সুশান্তের প্রথম ছবি 'শুদ্ধ দেসি রোম্যান্স', এই ছবির জন্য 30 লাখ টাকা পেয়েছিলেন অভিনেতা । 2015 সালে 'ডিটেক্টিভ বোমকেশ বক্সী' ছবির জন্য এক কোটি টাকা পেয়েছিলেন তিনি ।

সুশান্তের সঙ্গে YRF-এর তৃতীয় ছবি হওয়ার কথা ছিল 'পানি' । তবে শোনা যায় যে, এই ছবি করা থেকে পিছিয়ে যায় প্রযোজনা সংস্থা ।

আর এই সব বিষয়ে আরও বিশদে আলোচনা করতেই আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় আজ অর্থাৎ 18 জুলাই যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার স্টেটমেন্ট রেকর্ড করল মুম্বই পুলিশ । আজ সকালবেলা বান্দ্রা পুলিশ স্টেশন যান আদিত্য ।

এর আগে যশরাজ ফিল্মসের (YRF) সঙ্গে সুশান্তের চুক্তিপত্র খতিয়ে দেখেছে পুলিশ । ডাকা হয়েছে YRF-এর কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে । শোনা গেছে যে, সুশান্তের সঙ্গে তিনটি ছবির চুক্তি হয়েছিল এই বিখ্যাত প্রযোজনা সংস্থার ।

রিপোর্ট বলছে, সুশান্তকে প্রথম ছবির জন্য 30 লাখ, দ্বিতীয় ছবির জন্য 60 লাখ এবং তৃতীয় ছবির জন্য এক কোটি টাকা দেওয়ার কথা ছিল YRF-এর । তবে দ্বিতীয় ছবি হিট হলে তবেই তৃতীয় ছবি করার কথা ছিল সুশান্তের । এবং দ্বিতীয় ছবি হিট হয়েছে কিনা, সেটা নির্ধারণ করার স্বত্ব ছিল YRF-এরই ।

আরও পড়ুন : সুশান্তের আত্মহত্যা মামলায় যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টরকে তলব পুলিশের

2013 সালে YRF-এর সঙ্গে সুশান্তের প্রথম ছবি 'শুদ্ধ দেসি রোম্যান্স', এই ছবির জন্য 30 লাখ টাকা পেয়েছিলেন অভিনেতা । 2015 সালে 'ডিটেক্টিভ বোমকেশ বক্সী' ছবির জন্য এক কোটি টাকা পেয়েছিলেন তিনি ।

সুশান্তের সঙ্গে YRF-এর তৃতীয় ছবি হওয়ার কথা ছিল 'পানি' । তবে শোনা যায় যে, এই ছবি করা থেকে পিছিয়ে যায় প্রযোজনা সংস্থা ।

আর এই সব বিষয়ে আরও বিশদে আলোচনা করতেই আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.