ETV Bharat / sitara

14 জুন সুশান্তের বাড়ির নিচে কেন দাঁড়িয়ে ছিল 2টি অ্যাম্বুলেন্স ? - two ambulances SSR house

প্রথম অ্যাম্বুলেন্সের চালক সাহিল বলেন, "আমার অ্যাম্বুলেন্সের ট্রলি ভাঙা ছিল । সেই কারণেই দ্বিতীয় অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয় ।" এরপর দ্বিতীয় অ্যাম্বুলেন্সের চালক অক্ষয় বলেন, "আমাকে পুলিশের তরফে ফোন করা হয়েছিল । প্রথম অ্যাম্বুলেন্সের ট্রলি ভাঙা ছিল বলে আমাকে সেখানে যেতে বলে ।"

োে্
োে্
author img

By

Published : Aug 30, 2020, 2:21 PM IST

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ওইদিন অভিনেতার দেহ নিয়ে যাওয়ার জন্য সেখানে হাজির ছিল দুটো অ্যাম্বুলেন্স । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । তবে কী কারণে দুটো অ্যাম্বুলেন্সকে ডেকে পাঠানো হয়েছিল এবার তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন ওই দুই অ্যাম্বুলেন্সের চালক ।

প্রথম অ্যাম্বুলেন্সের চালক সাহিল বলেন, "আমার অ্যাম্বুলেন্সের ট্রলি ভাঙা ছিল । সেই কারণেই দ্বিতীয় অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয় ।" এরপর দ্বিতীয় অ্যাম্বুলেন্সের চালক অক্ষয় বলেন, "আমাকে পুলিশের তরফে ফোন করা হয়েছিল । প্রথম অ্যাম্বুলেন্সের ট্রলি ভাঙা ছিল বলে আমাকে সেখানে যেতে বলে ।"

এছাড়া সুশান্তের মৃত্যুর পর থেকেই সামনে এসেছে তাঁর বন্ধু সন্দীপ সিংয়ের নাম । পেশায় একজন প্রযোজক । কয়েকদিন আগেই সামনে আসে তাঁর কলরেকর্ড । তা থেকে জানা যায় যে 14 জুন তাঁর ফোনে একাধিকবার ফোন করেছিলেন অ্যাম্বুলেন্স চালক অক্ষয় । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । কেন সন্দীপকে এতবার ফোন করেছিলেন ওই চালক । এর উত্তরে অবশ্য সন্দীপের ম্যানেজার দীপক সাহু বলেছিলেন, "এটা খুব স্বাভাবিক বিষয় যে মিতু সিংকে সাহায্য করছিলেন সন্দীপ । মিতু এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি কিছুই করতে পারছিলেন না । সেই সময় তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যান সন্দীপ ।"

তবে 14 জুনের পরও একাধিকবার সন্দীপের ফোনে অক্ষয়ের নম্বর থেকে ফোন যায় । সে প্রসঙ্গে অক্ষয় অবশ্য সাক্ষাৎকারে জানান, শেষকৃত্যের পরও অ্যাম্বুলেন্সের টাকা মেটায়নি সুশান্তের পরিবারের সদস্যরা । সেই টাকা কবে দেওয়া হবে তা জানতেই একাধিকবার সন্দীপকে ফোন করেছিলেন তিনি ।

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ওইদিন অভিনেতার দেহ নিয়ে যাওয়ার জন্য সেখানে হাজির ছিল দুটো অ্যাম্বুলেন্স । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । তবে কী কারণে দুটো অ্যাম্বুলেন্সকে ডেকে পাঠানো হয়েছিল এবার তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন ওই দুই অ্যাম্বুলেন্সের চালক ।

প্রথম অ্যাম্বুলেন্সের চালক সাহিল বলেন, "আমার অ্যাম্বুলেন্সের ট্রলি ভাঙা ছিল । সেই কারণেই দ্বিতীয় অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয় ।" এরপর দ্বিতীয় অ্যাম্বুলেন্সের চালক অক্ষয় বলেন, "আমাকে পুলিশের তরফে ফোন করা হয়েছিল । প্রথম অ্যাম্বুলেন্সের ট্রলি ভাঙা ছিল বলে আমাকে সেখানে যেতে বলে ।"

এছাড়া সুশান্তের মৃত্যুর পর থেকেই সামনে এসেছে তাঁর বন্ধু সন্দীপ সিংয়ের নাম । পেশায় একজন প্রযোজক । কয়েকদিন আগেই সামনে আসে তাঁর কলরেকর্ড । তা থেকে জানা যায় যে 14 জুন তাঁর ফোনে একাধিকবার ফোন করেছিলেন অ্যাম্বুলেন্স চালক অক্ষয় । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । কেন সন্দীপকে এতবার ফোন করেছিলেন ওই চালক । এর উত্তরে অবশ্য সন্দীপের ম্যানেজার দীপক সাহু বলেছিলেন, "এটা খুব স্বাভাবিক বিষয় যে মিতু সিংকে সাহায্য করছিলেন সন্দীপ । মিতু এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি কিছুই করতে পারছিলেন না । সেই সময় তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যান সন্দীপ ।"

তবে 14 জুনের পরও একাধিকবার সন্দীপের ফোনে অক্ষয়ের নম্বর থেকে ফোন যায় । সে প্রসঙ্গে অক্ষয় অবশ্য সাক্ষাৎকারে জানান, শেষকৃত্যের পরও অ্যাম্বুলেন্সের টাকা মেটায়নি সুশান্তের পরিবারের সদস্যরা । সেই টাকা কবে দেওয়া হবে তা জানতেই একাধিকবার সন্দীপকে ফোন করেছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.