ETV Bharat / sitara

প্রকাশ্যে সুশান্তের বন্ধু সন্দীপের কলরেকর্ড, উঠে এল একাধিক তথ্য - Sandip on sushant case

সন্দীপের কলরেকর্ড থেকে জানা গিয়েছে, গত এক বছর ধরে সুশান্তের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি তাঁর । দু'তরফেই কাউকে কোনও মেসেজ বা ফোন করা হয়নি । তবে সুশান্তের মৃত্যুর খবর পাওয়া মাত্রই বান্দ্রার ওই ফ্যাটে উপস্থিত হয়েছিলেন তিনি । এমনকী, সুশান্তের অ্যাম্বুলেন্স যেখানে গিয়েছে সেখানেই দেখা গিয়েছিল সন্দীপকে । কে বা কারা তাঁকে অভিনেতার মৃত্যুর খবর দিয়েছিলেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি ।

ি
িে্
author img

By

Published : Aug 26, 2020, 10:03 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সামনে এসেছে সন্দীপ সিংয়ের নাম । পেশায় একজন প্রযোজক । প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে নিজেকে দাবি করেন তিনি । সামনে এসেছে তাঁর কলরেকর্ড । যা দেখে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা ।

সন্দীপের কলরেকর্ড থেকে জানা গিয়েছে, গত এক বছর ধরে সুশান্তের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি তাঁর । দু'তরফেই কাউকে কোনও মেসেজ বা ফোন করা হয়নি । তবে সুশান্তের মৃত্যুর খবর পাওয়া মাত্রই বান্দ্রার ওই ফ্যাটে উপস্থিত হয়েছিলেন তিনি । এমনকী, সুশান্তের অ্যাম্বুলেন্স যেখানে গিয়েছে সেখানেই দেখা গিয়েছিল সন্দীপকে । কে বা কারা তাঁকে অভিনেতার মৃত্যুর খবর দিয়েছিলেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি ।

তবে শুধু এটাই নয় । সন্দীপের ফোনে একাধিকবার ফোন করেছিলেন অ্যাম্বুলেন্সের চালক । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কেন সন্দীপকে এতবার ফোন করেছিলেন ওই চালক । এর উত্তরে অবশ্য সন্দীপের ম্যানেজার দীপক সাহু বলেন, "এটা খুব স্বাভাবিক বিষয় যে মিতু সিংকে সাহায্য় করছিলেন সন্দীপ । না বোঝার মত কোনও বিষয়ই নয় যে কেন অ্যাম্বুলেন্সের চালক তাঁকে ফোন করছিলেন । তাঁর নম্বর যোগাযোগের জন্য পুলিশের তরফেই অ্যাম্বুলেন্সের চালককে দেওয়া হয়েছিল ।"

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "14 জুন বেশিরভাগ সময় সন্দীপের ফোন আমার কাছেই ছিল । টাকার জন্য ওইদিন সন্ধেয় অনেকবার ফোন করেন চালক । এরপর 16 জুন ফের টাকার জন্য ফোন করেন । তারপর 22 জুন তাঁকে টাকা মিটিয়ে দেওয়া হয় ।"

এদিকে সুশান্তের পরিবারের তরফে জানানো হয়েছিল, সন্দীপ নামে সুশান্তের বন্ধু হিসেবে কাউকে চেনেন না তাঁরা । সুশান্তের মুখে এই নাম কখনও তাঁরা শোনেননি । এ প্রসঙ্গে সম্প্রতি প্রয়াত অভিনেতার পারিবারিক আইনজীবী বিকাশ সিং বলেন, "সুশান্তের মৃতদেহ দেখার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন মিতু সিং । ফ্ল্যাটের অন্য একটি ঘরে শুয়ে পড়েছিলেন তিনি । তখনই এই ঘটনায় তদারকির সুযোগ পেয়ে যান সন্দীপ । আদতে পরিবারের কেউই তাঁকে চেনেন না । তাহলে কে তাঁকে বাড়িতে ঢোকার অনুমতি দিলেন ? কীভাবে তিনি সব তদারকি করছিলেন ?" এই সব প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সামনে এসেছে সন্দীপ সিংয়ের নাম । পেশায় একজন প্রযোজক । প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে নিজেকে দাবি করেন তিনি । সামনে এসেছে তাঁর কলরেকর্ড । যা দেখে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা ।

সন্দীপের কলরেকর্ড থেকে জানা গিয়েছে, গত এক বছর ধরে সুশান্তের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি তাঁর । দু'তরফেই কাউকে কোনও মেসেজ বা ফোন করা হয়নি । তবে সুশান্তের মৃত্যুর খবর পাওয়া মাত্রই বান্দ্রার ওই ফ্যাটে উপস্থিত হয়েছিলেন তিনি । এমনকী, সুশান্তের অ্যাম্বুলেন্স যেখানে গিয়েছে সেখানেই দেখা গিয়েছিল সন্দীপকে । কে বা কারা তাঁকে অভিনেতার মৃত্যুর খবর দিয়েছিলেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি ।

তবে শুধু এটাই নয় । সন্দীপের ফোনে একাধিকবার ফোন করেছিলেন অ্যাম্বুলেন্সের চালক । যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কেন সন্দীপকে এতবার ফোন করেছিলেন ওই চালক । এর উত্তরে অবশ্য সন্দীপের ম্যানেজার দীপক সাহু বলেন, "এটা খুব স্বাভাবিক বিষয় যে মিতু সিংকে সাহায্য় করছিলেন সন্দীপ । না বোঝার মত কোনও বিষয়ই নয় যে কেন অ্যাম্বুলেন্সের চালক তাঁকে ফোন করছিলেন । তাঁর নম্বর যোগাযোগের জন্য পুলিশের তরফেই অ্যাম্বুলেন্সের চালককে দেওয়া হয়েছিল ।"

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "14 জুন বেশিরভাগ সময় সন্দীপের ফোন আমার কাছেই ছিল । টাকার জন্য ওইদিন সন্ধেয় অনেকবার ফোন করেন চালক । এরপর 16 জুন ফের টাকার জন্য ফোন করেন । তারপর 22 জুন তাঁকে টাকা মিটিয়ে দেওয়া হয় ।"

এদিকে সুশান্তের পরিবারের তরফে জানানো হয়েছিল, সন্দীপ নামে সুশান্তের বন্ধু হিসেবে কাউকে চেনেন না তাঁরা । সুশান্তের মুখে এই নাম কখনও তাঁরা শোনেননি । এ প্রসঙ্গে সম্প্রতি প্রয়াত অভিনেতার পারিবারিক আইনজীবী বিকাশ সিং বলেন, "সুশান্তের মৃতদেহ দেখার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন মিতু সিং । ফ্ল্যাটের অন্য একটি ঘরে শুয়ে পড়েছিলেন তিনি । তখনই এই ঘটনায় তদারকির সুযোগ পেয়ে যান সন্দীপ । আদতে পরিবারের কেউই তাঁকে চেনেন না । তাহলে কে তাঁকে বাড়িতে ঢোকার অনুমতি দিলেন ? কীভাবে তিনি সব তদারকি করছিলেন ?" এই সব প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.