ETV Bharat / sitara

সুশান্তের পার্সোনাল স্টাফদের তলব ED-র - personal staff

সুশান্ত সিং রাজপুতের রাঁধুনি, গাড়ির চালক ও বডিগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

োে্
োে্
author img

By

Published : Aug 13, 2020, 4:13 PM IST

মুম্বই : এবার সুশান্ত সিং রাজপুতের রাঁধুনি, গাড়ির চালক ও বডিগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । আজই তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে ।

ED সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে সুশান্তের ফ্ল্যাটে কারা এসেছেন, কোনও মিটিং হয়েছে কি না, কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এই সবই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা । এছাড়াও, প্রয়াত অভিনেতার সঙ্গে রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের সম্পর্ক কেমন ছিল তাও জানতে চান তাঁরা । আর সেই কারণেই তলব করা হয়েছে তাঁর রাঁধুনি, গাড়ির চালক ও বডিগার্ডকে ।

25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । তাঁর অভিযোগ, সুশান্তের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, দফায় দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । সুশান্তের অ্যাকাউন্টে 17 কোটি টাকা ছিল । সেখান থেকে অন্য অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ তোলেন । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । ওই FIR-এর উপর ভিত্তি করেই 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED ।

এখনও পর্যন্ত এই মামলায় সুশান্তের দিদি মিতু সিং, রিয়া, রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও ভাই শৌভিক, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, চাটার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধর সহ রিয়ার চাটার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে জেরা করেছেন তদন্তকারীরা । সূত্রের খবর, রিয়া, শৌভিক, ইন্দ্রজিৎ ও শ্রুতি মোদির সব নথি যাচাই করে দেখা হচ্ছে ।

মুম্বই : এবার সুশান্ত সিং রাজপুতের রাঁধুনি, গাড়ির চালক ও বডিগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । আজই তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে ।

ED সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে সুশান্তের ফ্ল্যাটে কারা এসেছেন, কোনও মিটিং হয়েছে কি না, কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এই সবই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা । এছাড়াও, প্রয়াত অভিনেতার সঙ্গে রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের সম্পর্ক কেমন ছিল তাও জানতে চান তাঁরা । আর সেই কারণেই তলব করা হয়েছে তাঁর রাঁধুনি, গাড়ির চালক ও বডিগার্ডকে ।

25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । তাঁর অভিযোগ, সুশান্তের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, দফায় দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । সুশান্তের অ্যাকাউন্টে 17 কোটি টাকা ছিল । সেখান থেকে অন্য অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ তোলেন । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । ওই FIR-এর উপর ভিত্তি করেই 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED ।

এখনও পর্যন্ত এই মামলায় সুশান্তের দিদি মিতু সিং, রিয়া, রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও ভাই শৌভিক, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, চাটার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধর সহ রিয়ার চাটার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে জেরা করেছেন তদন্তকারীরা । সূত্রের খবর, রিয়া, শৌভিক, ইন্দ্রজিৎ ও শ্রুতি মোদির সব নথি যাচাই করে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.