দিল্লি : দীর্ঘ একমাস ধরে সুশান্ত মামলায় CBI তদন্তের দাবি জানিয়ে চলেছেন তাঁর অনুরাগীরা । বলিউডের একাধিক সেলেব্রিটিও একই দাবি জানিয়েছিলেন সরকারের কাছে । সম্প্রতি বিহার পুলিশের তরফ থেকেও এই আবেদন জানানো হয় । সেই আবেদন গ্রাহ্য করল সরকার ।
সরকারী আইনজীবী তুষার মেহতা জানান যে, সুশান্ত মামলায় CBI তদন্তের যে আবেদন জানিয়েছিল বিহার পুলিশ, কেন্দ্র তা গ্রহণ করেছে । কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টকে সম্মতি জানানো হয়েছে, জানালেন মেহতা ।
ANI-এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে এই খবর । দেখে নিন টুইট...
-
Solicitor General Tushar Mehta states before Supreme Court that Centre has accepted Bihar govt's request recommending CBI enquiry into #SushantSinghRajput death case.
— ANI (@ANI) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
SC is hearing Rhea Chakraborty's petition seeking direction for transfer of investigation from Patna to Mumbai. pic.twitter.com/YTlUPvBOQn
">Solicitor General Tushar Mehta states before Supreme Court that Centre has accepted Bihar govt's request recommending CBI enquiry into #SushantSinghRajput death case.
— ANI (@ANI) August 5, 2020
SC is hearing Rhea Chakraborty's petition seeking direction for transfer of investigation from Patna to Mumbai. pic.twitter.com/YTlUPvBOQnSolicitor General Tushar Mehta states before Supreme Court that Centre has accepted Bihar govt's request recommending CBI enquiry into #SushantSinghRajput death case.
— ANI (@ANI) August 5, 2020
SC is hearing Rhea Chakraborty's petition seeking direction for transfer of investigation from Patna to Mumbai. pic.twitter.com/YTlUPvBOQn
সুশান্তের বাবা কৃষ্ণকুমার সিং ছেলের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহারে FIR দায়ের করার পর মামলা নতুন মোড় নিয়েছে । বিহার থেকে একদল পুলিশ এসে তদন্ত শুরু করেছেন মুম্বইয়ের মাটিতে ।
সুশান্তের বাবা জানান, "2019 সাল অবধি আমার ছেলে বলিউডে বেশ ভালো ভাবে কাজ করছিল । কিন্ত, রিয়া চক্রবর্তী নামে একটি মেয়ে ও তার পরিবার সুশান্তকে বিব্রত করতে থাকে । সুশান্তের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজে ক্যারিয়ারে প্রতিষ্ঠা পেতে চেয়েছিল রিয়া ।"
এদিকে FIR দায়ের হওয়ার পর থেকে রিয়ার কোনও পাত্তা পাওয়া যাচ্ছে না । যদিও তাঁর আইনজীবী জানিয়েছেন, রিয়া নিখোঁজ নন । প্রয়োজন পড়লেই তিনি পুলিশকে সহযোগিতা করছেন ।
পুরো তদন্তকে বিহার থেকে মুম্বই শিফ্ট করানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন রিয়া । আজ সেই মামলায় শুনানি রয়েছে ।