মুম্বই : রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে গতকালই পটনার রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং । ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । এই মামলা যাতে বিহার থেকে মুম্বইতে স্থানান্তরিত করা হয় তার জন্য আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে ।
এ প্রসঙ্গে IANS-কে রিয়ার আইনজীবী বলেন, "ইমেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন রিয়া । সুশান্তের মৃত্যুর তদন্ত পটনার পরিবর্তে মুম্বইতে করার আবেদন জানিয়েছেন তিনি । কারণ ইতিমধ্যেই মুম্বইতে শুরু হয়েছে এই তদন্ত ।"
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি । তাঁর মৃ্ত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । আর এর মধ্যেই গতকাল রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পটনার রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্তের বাবা । কে কে সিংয়ের অভিযোগ, তাঁর ছেলের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, একাধিক দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি ।
অভিযোগপত্রে কে কে সিং বলেন, "2019 সালের মে পর্যন্ত আমার ছেলে বলিউডে ভালোই কাজ করছিল । রিয়া চক্রবর্তী নামে এক যুবতি, তাঁর পরিবার ও অন্যরা আমার ছেলের সঙ্গে যোগাযোগ করেন । সুশান্তের মাধ্যমেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার শক্ত করার চেষ্টা করছিলেন রিয়া ।" এমনকী, রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে সুশান্তের ল্যাপটপ, টাকা, গয়না, পিন নম্বর সহ ক্রেডিট কার্ড হাতানো সহ তাঁর ছেলেকে হুমকি দেওয়ার অভিযোগও তোলেন কে কে সিং ।
এদিকে অভিযোগের ভিত্তিতে মুম্বইতে গিয়ে তদন্ত শুরু করেছে পটনা পুলিশ । সুশান্তের ডায়েরি থেকে শুরু করে অন্য গুরুত্বপূর্ণ জিনিসও খতিয়ে দেখছে তারা ।