ETV Bharat / sitara

স্বপ্নহীনদের স্বপ্নের দিশা দেখালেন হৃত্বিক, সামনে এল 'সুপার ৩০'-র ট্রেলার - Super 20

কোনও না কোনও কারণে 'সুপার ৩০' হেডলাইন তৈরি করেছে এই কয়েকমাসে। তবে দর্শকের মূল প্রতীক্ষা ছবিটা কেমন হবে সেটা নিয়ে। তার একটা ঝলক দেখা গেল 'সুপার ৩০'-র ট্রেলারে।

সুপার ৩০
author img

By

Published : Jun 4, 2019, 4:57 PM IST

মুম্বই : একঝাঁক আনপ্রিভিলেজেড কিশোর-কিশোরী। কারোর বাবা ড্রাইভার তো কারোর বাবা দিনমজুর। এই ছেলেমেয়েগুলোর চোখে তাই কোনও স্বপ্ন নেই। বাবার পথেই হাঁটার প্রতীজ্ঞা করেছে তারা। তাদের স্বপ্নের দিশা দেখাবে আনন্দ কুমার, যিনি কিনা একজন অসামান্য শিক্ষক।

আনন্দ কুমারের ভূমিকায় হৃত্বিক রোশন। নিজের নায়ক ইমেজ একেবারে ভেঙেচুরে সাধারণ খেটে খাওয়া মানুষ হয়ে উঠেছেন তিনি এই ছবিতে। তবে চোখের অভিনয়ে ফুটে উঠছে তাঁর জেদ, বুদ্ধি, প্রজ্ঞা। এছাড়াও রয়েছেন ম্রুনাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠী, নন্দীশ সিং প্রমুখ।

দেখে নিন ছবিটির ট্রেলার....

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যদিও ছবির লাইমলাইটে থাকার কারণটা একেবারেই আলাদা ছিল। প্রথমত, ছবির পরিচালকের বিরুদ্ধে MeToo-র অভিযোগ ওঠা। অন্য়দিকে কঙ্গনার ছবি 'মেন্টাল হ্যায় ক্যায়'-র সঙ্গে ছবি মুক্তির তারিখ এক হয়ে যাওয়া। তবে দুটি বিতর্ক এড়িয়েই আগামী ১২ জুলাই সগৌরবে মুক্তি পেতে চলেছে হৃত্বিকের এই ছবিটি।

মুম্বই : একঝাঁক আনপ্রিভিলেজেড কিশোর-কিশোরী। কারোর বাবা ড্রাইভার তো কারোর বাবা দিনমজুর। এই ছেলেমেয়েগুলোর চোখে তাই কোনও স্বপ্ন নেই। বাবার পথেই হাঁটার প্রতীজ্ঞা করেছে তারা। তাদের স্বপ্নের দিশা দেখাবে আনন্দ কুমার, যিনি কিনা একজন অসামান্য শিক্ষক।

আনন্দ কুমারের ভূমিকায় হৃত্বিক রোশন। নিজের নায়ক ইমেজ একেবারে ভেঙেচুরে সাধারণ খেটে খাওয়া মানুষ হয়ে উঠেছেন তিনি এই ছবিতে। তবে চোখের অভিনয়ে ফুটে উঠছে তাঁর জেদ, বুদ্ধি, প্রজ্ঞা। এছাড়াও রয়েছেন ম্রুনাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠী, নন্দীশ সিং প্রমুখ।

দেখে নিন ছবিটির ট্রেলার....

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যদিও ছবির লাইমলাইটে থাকার কারণটা একেবারেই আলাদা ছিল। প্রথমত, ছবির পরিচালকের বিরুদ্ধে MeToo-র অভিযোগ ওঠা। অন্য়দিকে কঙ্গনার ছবি 'মেন্টাল হ্যায় ক্যায়'-র সঙ্গে ছবি মুক্তির তারিখ এক হয়ে যাওয়া। তবে দুটি বিতর্ক এড়িয়েই আগামী ১২ জুলাই সগৌরবে মুক্তি পেতে চলেছে হৃত্বিকের এই ছবিটি।

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.