ETV Bharat / sitara

সন্তানদের সঙ্গে সমুদ্র সৈকতে সানি - Sunny beach with child

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন সানি । যেখানে সন্তানদের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে । ছিলেন ড্যানিয়েলও । প্রথম ছবিতে সমুদ্রের সামনে কমলা পোশাকে দেখা গিয়েছে সানিকে । পরবর্তী ছবিতে হাসিমুখে সেলফি তোলেন তিনি । এরপর ড্যানিয়েলের সঙ্গেও সেলফি তুলতে দেখা যায় তাঁকে । আর সব শেষ ছবিতে সমুদ্র থেকে লাইন করে ফিরতে দেখা গিয়েছে সন্তানদের । খুদেদের সঙ্গ দিচ্ছিলেন ড্যানিয়েল ।

author img

By

Published : Jul 9, 2020, 9:45 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সন্তানদের নিয়ে লস অ্যাঞ্জেলস চলে যান সানি লিওনি । মুম্বইতে লকডাউন একটু শিথিল হতেই ফের ফিরেছেন তিনি । আর এবার সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে গেলেন তাঁরা ।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন সানি । যেখানে সন্তানদের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে । ছিলেন ড্যানিয়েলও । প্রথম ছবিতে সমুদ্রের সামনে কমলা পোশাকে দেখা গিয়েছে সানিকে । পরবর্তী ছবিতে হাসিমুখে সেলফি তোলেন তিনি । এরপর ড্যানিয়েলের সঙ্গেও সেলফি তুলতে দেখা যায় তাঁকে । আর সব শেষ ছবিতে সমুদ্র থেকে লাইন করে ফিরতে দেখা গিয়েছে সন্তানদের । খুদেদের সঙ্গ দিচ্ছিলেন ড্যানিয়েল ।

এই ছবির ক্যাপশনে সানি লেখেন, "সমুদ্র সৈকতে আমার স্বামী ও আমাদের ছোট্ট নাগেটসদের (সন্তান) সঙ্গে ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে মুম্বইতে ফিরে কাজেও যোগ দিয়েছেন সানি । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন তিনি । সেখানে সেটের মধ্যে মেকআপ করা অবস্থায় দেখা গিয়েছে তাঁকে ।

কোনও গানের দৃশ্যের শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল বলে অনুমান । কারণ সব বিধিনিষেধ মেনে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে সানির পিছনে থাকা নৃত্যশিল্পীদের । আর এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "কে বলেছে কাজ কখনও মজার হতে পারে না ?!!!"

সানির পরবর্তী ছবি 'ভীরামাদেবী' ও 'কোকা কোলা'।

মুম্বই : লকডাউনের মধ্যে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সন্তানদের নিয়ে লস অ্যাঞ্জেলস চলে যান সানি লিওনি । মুম্বইতে লকডাউন একটু শিথিল হতেই ফের ফিরেছেন তিনি । আর এবার সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে গেলেন তাঁরা ।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন সানি । যেখানে সন্তানদের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে । ছিলেন ড্যানিয়েলও । প্রথম ছবিতে সমুদ্রের সামনে কমলা পোশাকে দেখা গিয়েছে সানিকে । পরবর্তী ছবিতে হাসিমুখে সেলফি তোলেন তিনি । এরপর ড্যানিয়েলের সঙ্গেও সেলফি তুলতে দেখা যায় তাঁকে । আর সব শেষ ছবিতে সমুদ্র থেকে লাইন করে ফিরতে দেখা গিয়েছে সন্তানদের । খুদেদের সঙ্গ দিচ্ছিলেন ড্যানিয়েল ।

এই ছবির ক্যাপশনে সানি লেখেন, "সমুদ্র সৈকতে আমার স্বামী ও আমাদের ছোট্ট নাগেটসদের (সন্তান) সঙ্গে ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে মুম্বইতে ফিরে কাজেও যোগ দিয়েছেন সানি । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন তিনি । সেখানে সেটের মধ্যে মেকআপ করা অবস্থায় দেখা গিয়েছে তাঁকে ।

কোনও গানের দৃশ্যের শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল বলে অনুমান । কারণ সব বিধিনিষেধ মেনে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে সানির পিছনে থাকা নৃত্যশিল্পীদের । আর এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "কে বলেছে কাজ কখনও মজার হতে পারে না ?!!!"

সানির পরবর্তী ছবি 'ভীরামাদেবী' ও 'কোকা কোলা'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.