ETV Bharat / sitara

বিক্রি হওয়ার হাত থেকে মহিলাকে বাঁচালেন সানি, উচ্ছ্বসিত ধর্মেন্দ্র - BJP MP Sunny Deol

৪৫ বছরের এক মহিলাকে কুয়েতে বিক্রি হয়ে যাওয়ার হাত থেকে বাঁচালেন অভিনেতা ও সাংসদ সানি দেওল। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

সানি দেওল
author img

By

Published : Jul 30, 2019, 1:24 PM IST

চণ্ডীগড় : বীণা বেদি নামে ওই মহিলাকে এক পাকিস্তানি ট্র্যাভেল এজেন্ট কুয়েতে বিক্রি করে দিচ্ছিলেন বলে অভিযোগ। বীণাকে ৩০ হাজার টাকার একটি হাউজ়কিপিংয়ের চাকরি জুটিয়ে দেবেন বলে লোভ দেখিয়ে কুয়েতে নিয়ে যাওয়া হচ্ছিল।

সানি ঘটনাটির আঁচ পেয়ে তখনই যোগাযোগ করেন বিদেশমন্ত্রকের সঙ্গে। এই কাজে সানিকে দুই NGO-ও খুব সাহায্য করে। এই দুই NGO-র মধ্যে একটি কুয়েতে অবস্থিত। সবার মিলিত উদ্যোগে উদ্ধার করা হয় বীণাকে। ইতিমধ্যে তিনি বাড়িও পৌঁছে গেছেন।

সানির এই কাজে উচ্ছ্বসিত বাবা ধর্মেন্দ্র। তিনি টুইটারে লেখেন, "নিজের কাজকে নিজের দায়িত্ব মনে কর। সানি, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।"

  • नौकरी समझ कर फ़र्ज़ निभाना, सनी बेटे .God bless you 🤧 pic.twitter.com/axIJbuW7lQ

    — Dharmendra Deol (@aapkadharam) July 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা সানি সম্প্রতি যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি ।

চণ্ডীগড় : বীণা বেদি নামে ওই মহিলাকে এক পাকিস্তানি ট্র্যাভেল এজেন্ট কুয়েতে বিক্রি করে দিচ্ছিলেন বলে অভিযোগ। বীণাকে ৩০ হাজার টাকার একটি হাউজ়কিপিংয়ের চাকরি জুটিয়ে দেবেন বলে লোভ দেখিয়ে কুয়েতে নিয়ে যাওয়া হচ্ছিল।

সানি ঘটনাটির আঁচ পেয়ে তখনই যোগাযোগ করেন বিদেশমন্ত্রকের সঙ্গে। এই কাজে সানিকে দুই NGO-ও খুব সাহায্য করে। এই দুই NGO-র মধ্যে একটি কুয়েতে অবস্থিত। সবার মিলিত উদ্যোগে উদ্ধার করা হয় বীণাকে। ইতিমধ্যে তিনি বাড়িও পৌঁছে গেছেন।

সানির এই কাজে উচ্ছ্বসিত বাবা ধর্মেন্দ্র। তিনি টুইটারে লেখেন, "নিজের কাজকে নিজের দায়িত্ব মনে কর। সানি, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।"

  • नौकरी समझ कर फ़र्ज़ निभाना, सनी बेटे .God bless you 🤧 pic.twitter.com/axIJbuW7lQ

    — Dharmendra Deol (@aapkadharam) July 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা সানি সম্প্রতি যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি ।

Intro:Body:

বিক্রি হওয়ার হাত থেকে মহিলাকে বাঁচালেন সানি



৪৫ বছরের এক মহিলাকে কুয়েতে বিক্রি হওয়ার হাত থেকে বাঁচালেন অভিনেতা ও সাংসদ সানি দেওল। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।



চণ্ডিগড় : বীণা বেদি নামে ওই মহিলাকে এক পাকিস্তানি ট্র্যাভেল এজেন্ট বিক্রি করে দিচ্ছিলেন বলে অভিযোগ। বীণাকে ৩০ হাজার টাকার একটি হাউজ়কিপিংয়ের চাকরি জুটিয়ে দেবেন বলে লোভ দেখিয়ে কুয়েতে নিয়ে যাওয়া হচ্ছিল।



সানি ঘটনাটির আঁচ পেয়ে তখনই যোগাযোগ করেন বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন। এই কাজে সানিকে দুই NGO-ও খুব সাহায্য করে। এই দুই NGO-র মধ্যে একটি কুয়েতেই অবস্থিত। সবার মিলিত উদ্যোগে উদ্ধার করা হয় বীণাকে। ইতিমধ্যে তিনি বাড়িও পৌঁছে গেছেন।



সানির এই কাজে উচ্ছ্বসিত বাবা ধর্মেন্দ্র। তিনি টুইটারে লেখেন, "নিজের কাজকে নিজের দায়িত্ব মনে কর। সানি, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক।"



অভিনেতা সানি সম্প্রতি যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি ।








Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.