মুম্বই : 'কুইন' ফিল্মে কঙ্গনা রানাওয়াত একা একাই নিজের হানিমুন করতে চলে গেছিলেন প্যারিসে । তবে সেটা বিয়ে ভাঙার পরে । বিয়ে করে স্বামীকে ছেড়ে হানিমুনে যাওয়ার ঘটনা শুনেছেন কখনও ? সেটাই ঘটেছিল অনিল কাপুর আর সুনীতা কাপুরের জীবনে ।
বিয়ের সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নিয়েছিলেন অনিল কাপুর । তাই আগে থেকে করা কাজের কমিটমেন্টগুলো থেকেই গেছিল । বিয়েটা সারার পর তাই হানিমুনের জন্য সময় বের করতে পারেননি অভিনেতা ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অনিল বলেন, "যখন বুঝতে পারলাম যে, এবার আমার বাড়ি হবে, রান্নাঘর হবে, তখন ঠিক করে নিলাম যে, বিয়েটা করে ফেলাই ভালো । সুনীতাকে ফোন করে বলি কালই বিয়ে করব । কাল নয় তো কখনও নয় ।"
বলে চলেন অনিল, "পরের দিনই বিয়ে হয়ে যায় । তারপর আমি 3 দিনের শুট করতে বেরিয়ে যাই আর ম্যাডাম (সুনীতা) আমায় ছাড়াই হানিমুন করতে বিদেশ চলে যান ।"
বিয়ের করার আগে সুনীতার একটা মাত্র শর্ত ছিল । বাড়িতে যেন রান্নার লোক থাকে, চেয়েছিলেন তিনি । যতদিন অনিলের রান্নার লোক রাখার সামর্থ্য ছিল না, বিয়েতে মত দেননি সুনীতা । সেই সাক্ষাৎকারেই বলেন অনিল ।
তবে বাধা বিপত্তি যা-ই থাকুক না কেন, এখন বলিউডের অন্যতম সুখী দম্পতি অনিল কাপুর ও সুনীতা কাপুর ।