মুম্বই : অ্যাকশন হিরো হিসেবেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সুনীল শেট্টি । তারপর 2000 সালে 'হেরা ফেরি' সিনেমার মধ্যে দিয়ে ধীরে ধীরে কমেডি হিরো হয়ে ওঠেন তিনি । সৌজন্যে পরিচালক প্রিয়দর্শন ।
সম্প্রতি 20 বছরে পা দিয়েছে 'হেরা ফেরি' সিনেমাটি । 20 বছর পেরিয়ে গেলেও এখনও দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় সিনেমার চরিত্রগুলি । সেখানে রাজুর চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার । বাবু ভাইয়া হয়েছিলেন পরেশ রাওয়াল ও শ্যামের চরিত্রে দেখা যায় সুনীল শেট্টিকে ।
সিনেমা প্রসঙ্গে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল বলেন, "সরলতার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিল ছবিটি । এটা এমন একটা ছবি যেখানে সবার জীবনে কোনও না কোনও সমস্যা রয়েছে । সবথেকে বড় বিষয় এই ছবিতে অ্যাকশন হিরোদের কমেডি করতে দেখা গিয়েছে । আর তাঁদের আটকে রাখতেন বাবু ভাইয়ের মতো একজন চরিত্র । তাছাড়াও রয়েছে সিনেমার স্ক্রিপ্ট ও সংলাপ, যার উপর পরিচালক প্রিয়দর্শন ও গোটা টিম অসাধারণভাবে কাজ করেছিল । টিম ওয়ার্কের আদর্শ উদাহরণ হল 'হেরা ফেরি' সিনেমা ।"
এরপর প্রিয়দর্শনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, "প্রিয়দর্শন স্যারের প্রযোজনা ও তাঁর কমেডির সেন্স অসাধারণ । আর তাঁর সিনেমা যে ভালো হবে সেটা আমি জানতাম । এই সব কারণেই অ্যাকশনের পরিবর্তে কমেডি সিনেমার হিরো হওয়ার সিদ্ধান্ত নিই ।"
সিনেমার শুটিংয়ের সময় কেমন অভিজ্ঞতা হয়েছিল তাঁর ? এর উত্তরে বলেন, "জানি না কীভাবে যেন সিনেমাটা হয়ে গেল । সকাল সকাল আমরা সেটে পৌঁছে যেতাম । তারপর আমাদের হাতে কস্টিউম ধরিয়ে দেওয়া হত । যেটা ইস্তিরি করা থাকত না । পরিচালক আমাদের বিকেলের দিকে কাগজের উপর শুয়ে ঘুমাতে বলতেন । আর আমরা সেটাই করতাম । নিউজ় পেপারের উপর শুয়ে ঘুমাতাম । যাতে আমাদের মুখে একটা ক্লান্তির ছাপ থাকত । চরিত্রর জন্য সেটা খুবই উপযোগী । আমাদের কোনও মেকআপ ছিল না । অক্ষয়, আমি ও পরেশজি সব সময় একসঙ্গে থাকতাম । সারাক্ষণ নিজেদের সংলাপ নিয়ে আলোচনা করতাম । কীভাবে সেগুলি আরও ভালো করা যায় সেকথা চিন্তা করতাম । কখন 'কাট' বলতে হবে সেটা ভালো মতো জানতেন প্রিয়দর্শন স্যার ।"
2006 সালে মুক্তি পায় ছবির সিকুয়েল 'ফির হেরা ফেরি'। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি করা হবে 'হেরা ফেরি ৩'। এনিয়ে কথা বার্তাও চলছে ।