ETV Bharat / sitara

ক্ষুব্ধ সুনীল, গেলেন থানায় - সুনীল শেট্টি ও সাইবার অপরাধ

বলিউড অভিনেতা সুনীল শেট্টির বিনা অনুমতিতেই নাকি তাঁর ছবি ও নামকে ব্যবহার করা হয়েছে একটি ছবির পোস্টারে ৷'বিনীতা' নামে এমন কোনও ছবি নাকি স্বাক্ষর করেননি তিনি ৷ সোশাল মিডিয়ায় এমন ছবি দেখার পর রাগান্বিত অভিনেতা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ৷

Suniel Shetty's fake movie poster out
Suniel Shetty's fake movie poster out
author img

By

Published : Mar 5, 2021, 11:07 PM IST

মুম্বাই: বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেজাজ এখন গরম ৷ তাঁর অনুমতি ছাড়াই নাকি 'বিনীতা' নামক কোনও ছবির পোস্টারে ব্যবহার করা হয়েছে তাঁর নাম ও ছবি ৷

অথচ,এমন কোন ছবি নাকি আদৌ তিনি স্বাক্ষরই করেননি ৷ অভিনেতা তাঁর বন্ধুকে ধন্য়বাদ জানিয়ে বলেন,তাঁর বন্ধুই নাকি প্রথম এই বিষয়ে তাঁকে অবগত করেন ৷ এই ছবি তাঁর বন্ধু দেখতে পান ফেসবুকে ৷

এরপরই সুনীল শেট্টি স্থানীয় থানায় ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷

তখন ওই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা স্বীকার করে যে, এটি তাঁদের একটি অনিচ্ছাকৃত ভুলের কারণে হয়ে গেছে ৷ এরই সঙ্গে তাঁরা দাবি করে যে, তাঁরা সকলেই একতা কাপুরের বালাজি মিডিয়া ফিল্মস প্রাইভেট লিমিটেডের সদস্য ৷

সুনীল শেট্টির সেই 'মিথ্যে' ছবিটির পোস্টার
সুনীল শেট্টির সেই 'মিথ্যে' ছবিটির পোস্টার

সুনীল শেট্টি জানান, এমন ঘটনার পর তাঁর দল এই প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ওই সংস্থা তাঁর দলকে ব্লক করে ও পোস্টারটি মুছে ফেলে সোশাল মিডিয়া থেকে ৷ তিনি বলেন, এই ঘটনার গোঁড়া পর্যন্ত যাবেন তিনি ৷

তদন্তকারী পুলিশ সিরাজ ইনামদার বলেন, তাঁরা এই বিষয়ে সাইবার সেলের সঙ্গে কথা বলবে ও সেই পথেই এগোবে তদন্ত ৷

মুম্বাই: বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেজাজ এখন গরম ৷ তাঁর অনুমতি ছাড়াই নাকি 'বিনীতা' নামক কোনও ছবির পোস্টারে ব্যবহার করা হয়েছে তাঁর নাম ও ছবি ৷

অথচ,এমন কোন ছবি নাকি আদৌ তিনি স্বাক্ষরই করেননি ৷ অভিনেতা তাঁর বন্ধুকে ধন্য়বাদ জানিয়ে বলেন,তাঁর বন্ধুই নাকি প্রথম এই বিষয়ে তাঁকে অবগত করেন ৷ এই ছবি তাঁর বন্ধু দেখতে পান ফেসবুকে ৷

এরপরই সুনীল শেট্টি স্থানীয় থানায় ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷

তখন ওই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা স্বীকার করে যে, এটি তাঁদের একটি অনিচ্ছাকৃত ভুলের কারণে হয়ে গেছে ৷ এরই সঙ্গে তাঁরা দাবি করে যে, তাঁরা সকলেই একতা কাপুরের বালাজি মিডিয়া ফিল্মস প্রাইভেট লিমিটেডের সদস্য ৷

সুনীল শেট্টির সেই 'মিথ্যে' ছবিটির পোস্টার
সুনীল শেট্টির সেই 'মিথ্যে' ছবিটির পোস্টার

সুনীল শেট্টি জানান, এমন ঘটনার পর তাঁর দল এই প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ওই সংস্থা তাঁর দলকে ব্লক করে ও পোস্টারটি মুছে ফেলে সোশাল মিডিয়া থেকে ৷ তিনি বলেন, এই ঘটনার গোঁড়া পর্যন্ত যাবেন তিনি ৷

তদন্তকারী পুলিশ সিরাজ ইনামদার বলেন, তাঁরা এই বিষয়ে সাইবার সেলের সঙ্গে কথা বলবে ও সেই পথেই এগোবে তদন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.