মুম্বাই: বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেজাজ এখন গরম ৷ তাঁর অনুমতি ছাড়াই নাকি 'বিনীতা' নামক কোনও ছবির পোস্টারে ব্যবহার করা হয়েছে তাঁর নাম ও ছবি ৷
অথচ,এমন কোন ছবি নাকি আদৌ তিনি স্বাক্ষরই করেননি ৷ অভিনেতা তাঁর বন্ধুকে ধন্য়বাদ জানিয়ে বলেন,তাঁর বন্ধুই নাকি প্রথম এই বিষয়ে তাঁকে অবগত করেন ৷ এই ছবি তাঁর বন্ধু দেখতে পান ফেসবুকে ৷
এরপরই সুনীল শেট্টি স্থানীয় থানায় ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷
তখন ওই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা স্বীকার করে যে, এটি তাঁদের একটি অনিচ্ছাকৃত ভুলের কারণে হয়ে গেছে ৷ এরই সঙ্গে তাঁরা দাবি করে যে, তাঁরা সকলেই একতা কাপুরের বালাজি মিডিয়া ফিল্মস প্রাইভেট লিমিটেডের সদস্য ৷
সুনীল শেট্টি জানান, এমন ঘটনার পর তাঁর দল এই প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ওই সংস্থা তাঁর দলকে ব্লক করে ও পোস্টারটি মুছে ফেলে সোশাল মিডিয়া থেকে ৷ তিনি বলেন, এই ঘটনার গোঁড়া পর্যন্ত যাবেন তিনি ৷
তদন্তকারী পুলিশ সিরাজ ইনামদার বলেন, তাঁরা এই বিষয়ে সাইবার সেলের সঙ্গে কথা বলবে ও সেই পথেই এগোবে তদন্ত ৷