ETV Bharat / sitara

হৃত্বিকের দিদি সুনয়নাকে শারীরিক নির্যাতন রোশন পরিবারের? দাবি রঙ্গোলির - হৃতিক রোশন

সম্প্রতি সুনয়না রোশন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, তাঁর বাড়িতে অশান্তি চলছে। এক বাড়িতে থাকলেও আলাদা ফ্লোরে থাকেন তিনি। এবার আরও একটি খবর সামনে আসছে। কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল সোশাল মিডিয়ায় জানিয়েছেন যে, সুনয়নাকে শারীরিক অত্য়াচার করে রোশন পরিবারের সদস্যরা।

কঙ্গনা রানাওয়াত
author img

By

Published : Jun 19, 2019, 10:21 PM IST

Updated : Jun 19, 2019, 11:26 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল সোশাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন। কোনও ঘটনার প্রতিবাদ হোক বা মতামত - প্রতি ক্ষেত্রেই সরব তিনি। এবার রঙ্গোলি সরব হলেন হৃত্বিকের দিদি সুনয়নার উপর হওয়া অত্য়াচারকে নিয়ে। সোশাল মিডিয়ায় তিনি প্রকাশ করলেন খবরটি।

রঙ্গোলি জানিয়েছেন, "সুনয়না রোশন কঙ্গনার কাছে সাহায্য চাইছে, কারণ ওঁর পরিবার ওঁর উপর শারীরিক নির্যাতন করছে। দিল্লিতে একটি মুসলিম ছেলেকে ভালোবাসার অপরাধে ওঁকে এই নির্যাতন সহ্য করতে হচ্ছে। গত সপ্তাহে এক মহিলা পুলিশ চড় মেরেছে সুনয়নাকে, ওঁর বাবাও ওঁকে ধাক্কা মেরেছেন, ওঁর ভাই ওঁকে জেলে ঢোকাতে চায়।"

  • Sunaina Roshan is asking Kangana for help, her family is physically assaulting her because she is in love with a Muslim man from Delhi, last week they got a lady cop who slapped her, her father also hit her, her brother is trying to put her behind bars..(contd)

    — Rangoli Chandel (@Rangoli_A) June 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঙ্গনাকে বারবার ফোন করে কান্নাকাটি করছেন সুনয়না, জানান রঙ্গোলি। তাই কঙ্গনা সুনয়নার ফোন নম্বর ব্লক করে দিয়েছেন। রঙ্গোলি লিখেছেন, "কঙ্গনা সুনয়নার নম্বর ব্লক করে দিয়েছে। তবে আমরা সুনয়নার নিরাপত্তা নিয়ে চিন্তিত। সবার সবাইকে ভালোবাসার অধিকার রয়েছে। মনে হয় এবার রোশনরা ভয় পাবে আর পিছিয়ে যাবে।"

  • (Contd).... so now she has blocked her number but we fear for her safety, everyone has a right to love whoever they want, hopefully this will scare Roshans and they back off 🙏

    — Rangoli Chandel (@Rangoli_A) June 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এদিকে সুনয়না তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে লেখেন, "আমি বরাবর কঙ্গনাকে সমর্থন করে এসেছি।" রঙ্গোলির মতে, হৃত্বিক যখন কঙ্গনাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করছিলেন, সেই সময়ে সুনয়না খুবই বিচলিত হয়ে পড়েছিলেন।

কঙ্গনা রানাওয়াত
সুনয়নার করা সেই পোস্ট

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল সোশাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন। কোনও ঘটনার প্রতিবাদ হোক বা মতামত - প্রতি ক্ষেত্রেই সরব তিনি। এবার রঙ্গোলি সরব হলেন হৃত্বিকের দিদি সুনয়নার উপর হওয়া অত্য়াচারকে নিয়ে। সোশাল মিডিয়ায় তিনি প্রকাশ করলেন খবরটি।

রঙ্গোলি জানিয়েছেন, "সুনয়না রোশন কঙ্গনার কাছে সাহায্য চাইছে, কারণ ওঁর পরিবার ওঁর উপর শারীরিক নির্যাতন করছে। দিল্লিতে একটি মুসলিম ছেলেকে ভালোবাসার অপরাধে ওঁকে এই নির্যাতন সহ্য করতে হচ্ছে। গত সপ্তাহে এক মহিলা পুলিশ চড় মেরেছে সুনয়নাকে, ওঁর বাবাও ওঁকে ধাক্কা মেরেছেন, ওঁর ভাই ওঁকে জেলে ঢোকাতে চায়।"

  • Sunaina Roshan is asking Kangana for help, her family is physically assaulting her because she is in love with a Muslim man from Delhi, last week they got a lady cop who slapped her, her father also hit her, her brother is trying to put her behind bars..(contd)

    — Rangoli Chandel (@Rangoli_A) June 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঙ্গনাকে বারবার ফোন করে কান্নাকাটি করছেন সুনয়না, জানান রঙ্গোলি। তাই কঙ্গনা সুনয়নার ফোন নম্বর ব্লক করে দিয়েছেন। রঙ্গোলি লিখেছেন, "কঙ্গনা সুনয়নার নম্বর ব্লক করে দিয়েছে। তবে আমরা সুনয়নার নিরাপত্তা নিয়ে চিন্তিত। সবার সবাইকে ভালোবাসার অধিকার রয়েছে। মনে হয় এবার রোশনরা ভয় পাবে আর পিছিয়ে যাবে।"

  • (Contd).... so now she has blocked her number but we fear for her safety, everyone has a right to love whoever they want, hopefully this will scare Roshans and they back off 🙏

    — Rangoli Chandel (@Rangoli_A) June 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এদিকে সুনয়না তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে লেখেন, "আমি বরাবর কঙ্গনাকে সমর্থন করে এসেছি।" রঙ্গোলির মতে, হৃত্বিক যখন কঙ্গনাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করছিলেন, সেই সময়ে সুনয়না খুবই বিচলিত হয়ে পড়েছিলেন।

কঙ্গনা রানাওয়াত
সুনয়নার করা সেই পোস্ট
Intro:Body:

হৃত্বিকের দিদি সুনয়নাকে শারীরিক নির্যাতন রোশন পরিবারের?



সম্প্রতি সুনয়না রোশন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, তাঁর বাড়িতে অশান্তি চলছে। এক বাড়িতে থাকলেও আলাদা ফ্লোরে থাকেন তিনি। এবার আরও একটি খবর সামনে আসছে। কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল সোশাল মিডিয়ায় জানিয়েছেন যে, সুনয়নাকে শারীরিক অত্য়াচার করে রোশন পরিবারের সদস্যরা।



মুম্বই : কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল সোশাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন। কোনও ঘটনার প্রতিবাদ হোক বা মতামত - প্রতি ক্ষেত্রেই সরব তিনি। এবার রঙ্গোলি সরব হলেন হৃত্বিকের দিদি সুনয়নার উপর হওয়া অত্য়াচারকে নিয়ে। সোশাল মিডিয়ায় তিনি প্রকাশ করলেন খবরটি।



রঙ্গোলি জানিয়েছেন, "সুনয়না রোশন কঙ্গনার কাছে সাহায্য চাইছে, কারণ ওঁর পরিবার ওঁর উপর শারীরিক নির্যাতন করছে। দিল্লিতে একটি মুসলিম ছেলেকে ভালোবাসার অপরাধে ওঁকে এই নির্যাতন সহ্য করতে হচ্ছে। গত সপ্তাহে এক মহিলা পুলিশ চড় মেরেছে সুনয়নাকে, ওঁর বাবাও ওঁকে ধাক্কা মেরেছেন, ওঁর ভাই ওঁকে জেলে ঢোকাতে চায়।"



কঙ্গনাকে বারবার ফোন করে কান্নাকাটি করছেন সুনয়না, জানান রঙ্গোলি। তাই কঙ্গনা সুনয়নার ফোন নম্বর ব্লক করে দিয়েছেন। রঙ্গোলি লিখেছেন, "কঙ্গনা সুনয়নার নম্বর ব্লক করে দিয়েছে। তবে আমরা সুনয়নার নিরাপত্তা নিয়ে চিন্তিত। সবার সবাইকে ভালোবাসার অধিকার রয়েছে। মনে হয় এবার রোশনরা ভয় পাবে আর পিছিয়ে যাবে।"



আর এদিকে সুনয়না তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে লেখেন, "আমি বরাবর কঙ্গনাকে সমর্থন করে এসেছি।" রঙ্গোলির মতে, হৃত্বিক যখন কঙ্গনাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করছিলেন, সেই সময়ে সুনয়না খুবই বিচলিত হয়ে পড়েছিলেন।




Conclusion:
Last Updated : Jun 19, 2019, 11:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.