ETV Bharat / sitara

পৃথিবীর কঠিনতম কাজ ছবি বানানো, বললেন সুজয় - Sujoy ghosh Bob Biswas

এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন থাকার পর সুজয় ঘোষের ধারণা যে, পৃথিবীর কঠিনতম কাজ হল ছবি পরিচালনা ।

sujoy ghosh latest news
sujoy ghosh latest news
author img

By

Published : Dec 18, 2020, 8:56 PM IST

মুম্বই : নয় নয় করে অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাটানো হয়ে গেল সুজয় ঘোষের । এবং অন্য অনেক পরিচালকদের মতো তাঁরও ধারণা যে, পৃথিবীর কঠিনতম কাজ হল ছবি পরিচালনা করা ।

টুইটারে সুজয় লিখেছেন, "ছবি তৈরি করা এই বিশ্বের কঠিনতম কাজ" । এখন কোন ছবি পরিচালনা করছেন তিনি ? না, সেটা জানাননি পরিচালক ।

নভেম্বর মাসে দুটি ছবির ঘোষণা করেছিলেন সুজয় । মিরাজ ক্রিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে দুটি ছবি আনতে চলেছেন তিনি । দুটি প্রোজেক্টের মধ্যে প্রথমটির নাম 'উমা'। আর দ্বিতীয়টির নাম এখনও ঠিক হয়নি ।

'উমা' ছবিটি পরিচালনা করবেন তথাগত সিং । আর এই ছবির ক্রিয়েটিভ প্রযোজক সুজয় । দ্বিতীয় ছবির নাম এখনও ঠিক হয়নি । তবে শোনা যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাবুলিওয়ালা' থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি তৈরি করা হবে ।

  • SUJOY GHOSH COLLABORATES WITH MIRAJ... Sujoy Ghosh, Mantraraj Paliwal [Miraj Creations] and Avishek Ghosh [AVMA Media] join hands to produce two #Hindi films...
    ⭐ First film - titled #Uma - will be directed by ad filmmaker Tathagata Singha... Sujoy is creative producer.
    contd... pic.twitter.com/dt60CHJBgo

    — taran adarsh (@taran_adarsh) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে সুজয়ের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষও পরিচালনায় ডেবিউ করেছেন সম্প্রতি । অভিষেক বচ্চনকে নিয়ে 'বব বিশ্বাস'-এর শুটিং করছেন তিনি কলকাতা জুড়ে । বাবা-মেয়ের বেশ ভালো কম্বিনেশন হতে চলেছে বলাইবাহুল্য ।

মুম্বই : নয় নয় করে অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাটানো হয়ে গেল সুজয় ঘোষের । এবং অন্য অনেক পরিচালকদের মতো তাঁরও ধারণা যে, পৃথিবীর কঠিনতম কাজ হল ছবি পরিচালনা করা ।

টুইটারে সুজয় লিখেছেন, "ছবি তৈরি করা এই বিশ্বের কঠিনতম কাজ" । এখন কোন ছবি পরিচালনা করছেন তিনি ? না, সেটা জানাননি পরিচালক ।

নভেম্বর মাসে দুটি ছবির ঘোষণা করেছিলেন সুজয় । মিরাজ ক্রিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে দুটি ছবি আনতে চলেছেন তিনি । দুটি প্রোজেক্টের মধ্যে প্রথমটির নাম 'উমা'। আর দ্বিতীয়টির নাম এখনও ঠিক হয়নি ।

'উমা' ছবিটি পরিচালনা করবেন তথাগত সিং । আর এই ছবির ক্রিয়েটিভ প্রযোজক সুজয় । দ্বিতীয় ছবির নাম এখনও ঠিক হয়নি । তবে শোনা যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাবুলিওয়ালা' থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি তৈরি করা হবে ।

  • SUJOY GHOSH COLLABORATES WITH MIRAJ... Sujoy Ghosh, Mantraraj Paliwal [Miraj Creations] and Avishek Ghosh [AVMA Media] join hands to produce two #Hindi films...
    ⭐ First film - titled #Uma - will be directed by ad filmmaker Tathagata Singha... Sujoy is creative producer.
    contd... pic.twitter.com/dt60CHJBgo

    — taran adarsh (@taran_adarsh) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে সুজয়ের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষও পরিচালনায় ডেবিউ করেছেন সম্প্রতি । অভিষেক বচ্চনকে নিয়ে 'বব বিশ্বাস'-এর শুটিং করছেন তিনি কলকাতা জুড়ে । বাবা-মেয়ের বেশ ভালো কম্বিনেশন হতে চলেছে বলাইবাহুল্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.